Advertisement
০৪ মে ২০২৪

রুশদের সাত গোল দিয়ে ছাড়পত্র মনদীপদেরও

এ দিন কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই অ্যালেক্সি সোবোলেভস্কির গোলে এগিয়ে গিয়েছিল রুশরা। কিন্তু তার পরেই খেলায় ফেরে ভারতীয় দল। 

জয়ে উচ্ছ্বসিত মনদীপরা। ছবি: পিটিআই

জয়ে উচ্ছ্বসিত মনদীপরা। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০৩:৩৩
Share: Save:

শুক্রবার প্রথম ম্যাচে রাশিয়াকে অলিম্পিক্স বাছাই পর্বের ম্যাচে ৪-২ হারালেও দাপট দেখা যায়নি ভারতীয় পুরুষ হকি দলের খেলায়। শনিবার ঘুরে দাঁড়িয়ে মনদীপ সিংহরা রুশদের দ্বিতীয় ম্যাচে হারালেন ৭-১। দুই ম্যাচ মিলিয়ে ১১-৩ ফলে জিতে টোকিয়ো অলিম্পিক্সের মূলপর্বে চলে গেলেন মনদীপ সিংহেরা। ম্যাচের নায়ক এসভি সুনীল।

এ দিন কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই অ্যালেক্সি সোবোলেভস্কির গোলে এগিয়ে গিয়েছিল রুশরা। কিন্তু তার পরেই খেলায় ফেরে ভারতীয় দল।

প্রথম কোয়ার্টারে পিছিয়ে থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে সমতা ফেরান হার্দিক। ২৩ মিনিটে আকাশদীপের গোলে এগিয়ে যায় ভারত। ৩০ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান আকাশদীপ। ভারতের বাকি গোলদাতারা হলেন নীলকান্ত, রুপিন্দর পাল সিংহ (২) ও অমিত রোহিদাস।

আরও পড়ুন: দিল্লির আকাশ আরও ঘোলাটে, দূষণ নিয়ে রাজনীতির চাপান-উতোর চলছেই

আরও পড়ুন: রাজনীতিতে ভোটদাতার আস্থা কমছে, তাই বাড়ছে সঙ্কীর্ণতা​

ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ গ্রাহাম রিড ম্যাচের পরে বলেন, ‘‘প্রথম ম্যাচের দুর্বলতা কাটিয়ে এ দিন নিজেদের ছন্দে সেরা ম্যাচটা খেলেছে ছেলেরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey India Russia Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE