Advertisement
০৪ মে ২০২৪

বিদায় শিল্পী

দিয়েগো মারাদোনা বাঁ পায়ে যা কেরামতি দেখাতেন, তিনিও নাকি হকি স্টিক হাতে ঠিক সে রকমই ছিলেন। তাঁর চোখ ধাঁধানো ড্রিবল আজও চোখে লেগে আছে হকিপ্রেমীদের। ভারতীয় হকির সেই সোনার নাম মহম্মদ শাহিদ বুধবার মারা গেলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০৪:০২
Share: Save:

দিয়েগো মারাদোনা বাঁ পায়ে যা কেরামতি দেখাতেন, তিনিও নাকি হকি স্টিক হাতে ঠিক সে রকমই ছিলেন। তাঁর চোখ ধাঁধানো ড্রিবল আজও চোখে লেগে আছে হকিপ্রেমীদের। ভারতীয় হকির সেই সোনার নাম মহম্মদ শাহিদ বুধবার মারা গেলেন। জন্ডিসের চিকিৎসা ঠিকমতো না করানোয় বহু দিন ধরেই যকৃৎ ও কিডনি সমস্যায় ভুগছিলেন প্রাক্তন সোনাজয়ী অলিম্পিয়ান। পরে হাসপাতালের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকাও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার রাতে কোমায় চলে যান শাহিদ। বুধবার সকালে ঘোষণা করা হয়, মাত্র ৫৬ বছর বয়সেই গুরুগ্রামের এক হাসপাতালে মারা গিয়েছেন হকির জাদুকর। যার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, ‘‘আমরা সব রকম চেষ্টা করেছিলাম মহম্মদ শাহিদকে বাঁচানোর। কিন্তু আমাদের চেষ্টা বা প্রার্থনা— কোনও কিছুই কাজে লাগল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian hockey Mohammed Shahid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE