Advertisement
২০ মে ২০২৪
India

ওয়ার্ল্ড লিগ ফাইনালকে সামনে রেখে শুরু হল সর্দারদের প্রস্তুতি

গোলকিপিংয়ে আকাশ চিকতে ও সুরজ কারকেরার সঙ্গে শিবিরে যোগ দিয়েছেন বিকাশ দাহিয়া। চোট সারিয়ে ফেরার লক্ষ্যে সিনিয়র গোলকিপার পিআর শ্রীজেশ। ডিফেন্সে চো কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রুপিন্দর পাল সিহং, বীরেন্দ্র লাকরা ও কোঠাজিৎ সিংহ।

২০১৭ এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে গোল করার পর ভারতীয় খেলয়াড়দের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

২০১৭ এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে গোল করার পর ভারতীয় খেলয়াড়দের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১৯:৩২
Share: Save:

এশিয়া কাপে বাজিমাতের পর আবারও একসঙ্গে ভারতীয় হকি দল। এ বার লক্ষ্য ওয়ার্ল্ড হকি লিগের ফাইনাল। ১ ডিসেম্বর থেকে ভুবনেশ্বরে শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে কয়েকদিনের বিশ্রামের পর বেঙ্গালুরু সাইয়ে শুরু হল ভারতীয় সিনিয়র পুরুষ হকি দলের ১৮ দিনের শিবির। যেখানে ডেকে নেওয়া হয়েছে ৩৫ জন প্লেয়ারকে। তার মধ্যে রয়েছেন এশিয়া কাপ দলের ১৮ জনও। ইন্ডিয়া ‘এ’ দল থেকেও ডেকে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। যাঁরা অস্ট্রেলিয়ান হকি লিগে অংশ নিয়েছিলেন।। ১৮ দিনের শিবির শেষে বেছে নেওয়া হবে মূল দল।

আরও পড়ুন: এশিয়া কাপ: সাডেন ডেথে চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

আরও পড়ুন: ম্যাচের মাঝে সিরাজকে পেপ টক বুমরার

গোলকিপিংয়ে আকাশ চিকতে ও সুরজ কারকেরার সঙ্গে শিবিরে যোগ দিয়েছেন বিকাশ দাহিয়া। চোট সারিয়ে ফেরার লক্ষ্যে সিনিয়র গোলকিপার পিআর শ্রীজেশ। ডিফেন্সে চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রুপিন্দর পাল সিহং, বীরেন্দ্র লাকরা ও কোঠাজিৎ সিংহ। এশিয়া কাপে বিশ্রামের পর শিবিরে ডেকে নেওয়া হয়েছে ফরেয়ার্ড মনদীপ সিংহকেও। শিবিরের শুরুতে কোচ সোর্ড মারিন বলেন, ‘‘এখানে শুধু চোট সারিয়ে ফেরাই নয় যোগ্য এবং এই পর্যায়ের প্রতিযোগিতার জন্য সেরা দল বেছে নেওয়াটাও বড় ব্যাপার। একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। যা থেকে প্লেয়াররা আরও ভাল মতো তৈরি হবে।’’

ভারতীয় দল

গোলকিপার: আকাশ চিকতে, পিআর শ্রীজেশ, বিকাশ দাহিয়া, সুরজ কারকেরা।

ডিফেন্ডার: দীপসান তির্কে, প্রদীপ মোর, বীরেন্দ্র লাকরা, কোঠাজিৎ সিংহ, সুরেন্দ্র কুমার, রুপিন্দর পাল সিংহ, হরমনপ্রীত সিংহ, যশজিৎ সিংহ কুলার, গুরিন্দর সিংহ, অমিত রোহিদাস, বরুণ কুমার।

মিডফিল্ডার: চিংলেনসেনা সিংহ, এসকে উথাপ্পা, সুমিত, সতবীর সিংহ, সর্দার সিংহ, মনপ্রীত সিংহ, হরজিৎ সিংহ, নীলকান্ত শর্মা, মনপ্রীত (জুনিয়র), সিমরানজিৎ সিংহ।

ফরোয়ার্ড: রমনদীপ সিংহ, এসভি সুনীল, তলবিন্দর সিংহ, মনদীপ সিংহ, আফান ইউসুফ, নিক্কিন থিমাইয়া, গুরজন্ত সিংহ, আকাশদীপ সিংহ, ললিত উপাধ্যায়, আর্মান কুরেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Hockey World League Hockey ভারত
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE