Advertisement
০৫ মে ২০২৪

ভারতীয় বংশোদ্ভুত বডি বিল্ডারের মৃত্যু কিক বক্সিং ম্যাচের পর

শেষ মুহূর্তে একজন নাম তুলে নেওয়ায় তিনি নামার সিদ্ধান্ত নেন। এই খবর পেয়ে হতাশ হয়ে পরেন প্রদীপের প্রতিপক্ষ লিম। জয়ের উৎসব আর পালন করা হয়নি। লিম বলেন, ‘‘আমি প্রথমে ভেবেছিলাম সবাই মজা করছে। ওটা ফেক খবর। আমি পড়ছিলাম সিঙ্গাপুর কমেডিয়ানের প্রতিপক্ষ তাঁর প্রথম কিক বক্সিং ম্যাচে হারের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে।’’

ভারতীয় বংশোদ্ভুত বডি বিল্ডার প্রদীপ সুব্রহ্মন্যম।ছবি: লিমের ফেসবুক পোস্ট থেকে।

ভারতীয় বংশোদ্ভুত বডি বিল্ডার প্রদীপ সুব্রহ্মন্যম।ছবি: লিমের ফেসবুক পোস্ট থেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ২২:০৪
Share: Save:

বক্সিং রিংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বডি বিল্ডারের। সিঙ্গাপুরে থাই কিক বক্সিংয়ে সেলিব্রিটি বাউটের আসরে নেমেছিলেন ভারতীয় বংশোদ্ভুত প্রদীপ সুব্রহ্মন্যম। তাঁর সঙ্গে লড়াই ছিল সেখানকার কমেডিয়ান তারকা স্টিভ লিমের। মারিনা বে স্যান্ডসে এশিয়ান ফাইটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানেই প্রথমবার নেমেছিলেন ৩২ বছরের প্রদীপ। এটাই ছিল তাঁর প্রথম কিক বক্সিং ম্যাচ। শেষ মুহূর্তে একজন নাম তুলে নেওয়ায় তিনি নামার সিদ্ধান্ত নেন। এই খবর পেয়ে হতাশ হয়ে পরেন প্রদীপের প্রতিপক্ষ লিম। জয়ের উৎসব আর পালন করা হয়নি। লিম বলেন, ‘‘আমি প্রথমে ভেবেছিলাম সবাই মজা করছে। ওটা ফেক খবর। আমি পড়ছিলাম সিঙ্গাপুর কমেডিয়ানের প্রতিপক্ষ তাঁর প্রথম কিক বক্সিং ম্যাচে হারের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে।’’

আরও পড়ুন

বদলে গেল ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডের ভেন্যু

ফের এক বার খবরের শিরোনামে শেন ওয়ার্ন

লিম পরে টুইটারে তাঁর কথা পোস্ট করেন। তাঁর সঙ্গে ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পরেই মৃত্যু হয় প্রদীপের। সেই ম্যাচের ভিডিওয় কোনও ভাবেই অসুস্থ মনে হয়নি প্রদীপকে। কিন্তু এক ঘণ্টা পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Body Building Pradip Subramanian Steven Lim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE