Advertisement
E-Paper

শ্রদ্ধা: কোহালিদের মাথায় দেখা যেতে পারে ভারতীয় সেনার টুপি

এর আগে নিহত জওয়ানদের জন্য নীরবতা পালন বা জঙ্গি হামলার প্রতিবাদে কালো ব্যান্ড পরে খেলোয়াড়েরা নেমেছেন। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, এ বার নজিরবিহীন দৃশ্য দেখতে পারে রাঁচী। নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট-বাহিনীর প্রতিনিধি হিসেবে এত কালের ব্যবহৃত টুপিটাই বদলে দিতে পারেন কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিরা। 

সুমিত ঘোষ

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০৩:১৪
ভক্ত: সেনার পোশাকের আদলে তৈরি ব্যাগ ধোনির সঙ্গী। ফাইল চিত্র

ভক্ত: সেনার পোশাকের আদলে তৈরি ব্যাগ ধোনির সঙ্গী। ফাইল চিত্র

পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের রেশ এ বার সরাসরি চলে আসতে পারে খেলার মাঠে। রাঁচীতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে বিরাট কোহালিদের মাথায় প্রথাগত ইন্ডিয়া ক্যাপের বদলে দেখা যেতে পারে ভারতীয় সেনার টুপি।

এর আগে নিহত জওয়ানদের জন্য নীরবতা পালন বা জঙ্গি হামলার প্রতিবাদে কালো ব্যান্ড পরে খেলোয়াড়েরা নেমেছেন। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, এ বার নজিরবিহীন দৃশ্য দেখতে পারে রাঁচী। নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট-বাহিনীর প্রতিনিধি হিসেবে এত কালের ব্যবহৃত টুপিটাই বদলে দিতে পারেন কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিরা।

বৃহস্পতিবার রাঁচীতে রাতের দিকে সেনাবাহিনীর টুপি পরা নিয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, ভারতীয় বোর্ডই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সেনার টুপিতে কোহালিদের মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। শত্রুপক্ষ বা জঙ্গিদের থেকে নিজেদের আড়াল করতে ঝোপঝাড়ের সঙ্গে মিশে থাকা যে সবুজ এবং খয়েরি রংয়ের টুপি ব্যবহার করে সেনাবাহিনী, ধোনির ঘরের মাঠে সেটাই পরতে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের।

সমস্যা হচ্ছে, দলের সব সদস্যের জন্য দ্রুত এই বিশেষ ধরনের টুপির ব্যবস্থা করা। বেশি রাতের দিকে শোনা গেল, শুক্রবার সকালেই নাকি সকলের জন্য টুপি পৌঁছে যাবে। ওয়াকিবহাল মহলের এক জন স্বীকার করলেন, ‘‘রাঁচীর ম্যাচে সেনাবাহিনীর টুপি পরে নামার কথা হয়েছে। শুক্রবার সকালের মধ্যে সব টুপি এসে যাওয়ার কথা।’’

পুলওয়ামার জের এমনিতেই খেলায় এসে পড়েছে পুরোদস্তুর। ভারতীয় বোর্ড পাকিস্তানের নাম না-করে আইসিসি-র কাছে দাবি জানিয়েছে, ‘সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশের’ সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হোক। ভারতের সেই দাবি ক্রিকেটের নিয়ামক সংস্থা উড়িয়ে দিলেও ভারতীয় বোর্ড এ দিন ফের বলেছে, তারা পিছিয়ে আসছে না। এখনও বোর্ড বলে চলেছে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশকে বহিষ্কারের দাবিতে তারা অনড়।

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কি না, তা নিয়ে তর্ক উঠেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহের মতো প্রাক্তনরা বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপে বয়কট করা উচিত। আবার সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা বলেছেন, না-খেলে পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে যাব কেন? ভারতের খেলাই উচিত। এর মধ্যেই ধোনি-কোহালিদের ফৌজি টুপিতে মাঠে নামার উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট মহলে কী প্রভাব ফেলে, সেটাও দেখার।

ভারতীয় দলে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার নিদর্শন যথেষ্টই রয়েছে। নিজের শহরে যিনি শেষ ম্যাচ খেলতে নামছেন, সেই ধোনিই যেমন ভারতীয় সেনার সব চেয়ে বড় ভক্ত। ধোনির ক্রিকেট সরঞ্জামের ব্যাগও সেনার পোশাকের আদলে তৈরি। অনেক সময়ে তাঁকে সেনাবাহিনীর মতো জ্যাকেট বা ট্রাউজার্স পরতে দেখা গিয়েছে। সেনা ঘাঁটিতে গিয়ে ট্রেনিংও করেছেন ধোনি। নিজের শহরে শেষ ম্যাচে সেনার টুপিতে মাঠে নামতে তিনি বেশ উৎসাহীই থাকবেন বলেই ওয়াকিবহাল মহলের অনুমান। অধিনায়ক কোহালি-সহ অনেক ভারতীয় ক্রিকেটারই পুলওয়ামার ঘটনা নিয়ে টুইট করেছেন। এমনকি, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়েও তাঁরা বলেছেন, দেশ এবং বোর্ড যা ঠিক করবে, সেটাই তাঁরা মানবেন।

কারও কারও যদিও মনে হচ্ছে, আইসিসি যে তাদের দাবি উড়িয়ে দিল, তারই প্রত্যাঘাত করতে চাইছে না তো ভারতীয় বোর্ড? ধোনি-কোহালিদের ভারতীয় সেনার টুপিতে মাঠে নামিয়ে বোর্ড কি নিয়ামক সংস্থাকে বার্তা দিতে চাইছে যে, তাদের প্রতিবাদ চলবেই!

Cricket India India vs Australia 2019 ODI Mahendra Singh Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy