Advertisement
২১ মে ২০২৪

সেরা দল হতে বিদেশে জিততে হবে: কোহালি

সুনীল গাওস্কর সম্প্রতি এই ভারতীয় দল নিয়ে মন্তব্য করেন, ‘‘বিরাটের এই টিম ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল হয়ে উঠতে পারে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৪
Share: Save:

টানা দশ ওয়ান ডে ম্যাচ জিতে ‘পারফেক্ট টেন’ হয়তো করা হল না ভারতীয় দলের। কিন্তু অধিনায়ক বিরাট কোহালির তাতে বিন্দুমাত্র মন খারাপ নয়। আক্ষেপও নেই এতটুকু। বরং সুনীল গাওস্করের মত সমর্থন করে তিনি বলছেন, ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল হয়ে উঠতে পারে তাঁর এই দল।

সুনীল গাওস্কর সম্প্রতি এই ভারতীয় দল নিয়ে মন্তব্য করেন, ‘‘বিরাটের এই টিম ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে দল হয়ে উঠতে পারে।’’ বেঙ্গালুরুতে চতুর্থ ওয়ান ডে-র পরে বৃহস্পতিবার রাতে কোহালি সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বলেন, ‘‘সানিভাইয়ের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এ রকম প্রশংসা পেতে ভালই লাগে। উনি গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে অনেক কাছ থেকে দেখছেন। তবে এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের। এখন আমরা ঘরের মাঠে খেলছি। বিদেশে অচেনা পরিবেশে গিয়েও যদি আমরা একই রকম পারফরম্যান্স দেখাতে পারি, তা হলে বুঝব আমরা সেই জায়গায় রয়েছি।’’ ইদানীং দলের জয়ের পর কোহালি সাংবাদিকদের সামনে আসেননি। কিন্তু বৃহস্পতিবার রাতে দল হারার পরে নিজেই চলে এলেন সাংবাদিক বৈঠকে।

তারকা-মেলা : বৃহস্পতিবার বেঙ্গালুরুর ম্যাচের পর বিরাট কোহালির মুখোমুখি মহিলা ক্রিকেট তারকা হরমনপ্রীত কউর ও স্মৃতি মানধানা।

টানা ন’ম্যাচে জেতার পরে হার। এই ধারাবাহিকতা সত্ত্বেও কেন হার? এর উত্তরে কোহালি বলেন, ‘‘আসলে জয়ের পারফরম্যান্স ধরে রাখাটাই আসল ব্যাপার। সেটা পারলে সাফল্য আসে। না হলে আসে না।’’

আরও পড়ুন: অন্যতম সেরা অধিনায়ক হতে হলে এখনও বহু পথ চলতে হবে: কোহালি

বৃহস্পতিবার বেশ কয়েকটি বদল হয়েছিল দলে। যেমন যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের জায়গায় মহম্মদ শামি ও উমেশ যাদবকে আনা হয়। কিন্তু এই পরিবর্তনটা খুব একটা কাজে লাগেনি ভারতীয় দলের। অস্ট্রেলিয়া ৩৩৫ রান তোলে ভারতীয় বোলারদের পিটিয়ে। তবে এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই কোহালির। বলেন, ‘‘সিরিজ জেতা হয়ে গিয়েছে আমাদের। তা ছাড়া কোনও না কোনও সময়ে রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে দেখতেই হয়। ওদের তো ম্যাচ খেলার সুযোগ দিতেই হবে। আমার মনে হয়, উমেশ, শামি ভাল বোলিং করেছে। উমেশ চার উইকেটও নিয়েছে।’’

শুক্রবার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ খেলতে নাগপুর রওনা হওয়ার পথে যুজবেন্দ্র চহাল, কেদার যাদব, রোহিত শর্মা ও কুলদীপ যাদব। ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার তোলা ৩৩৫ রান তাড়া করতে গিয়ে ভারতীয় ইনিংসে বড় পার্টনারশিপ না হওয়াটাকে হারের অন্যতম কারণ বলে মনে করছেন বিরাট কোহালি। কোহালির মতে, ‘‘কেদার আর হার্দিক ভালই ব্যাটিং করছিল। কিন্তু বড় রান তাড়া করে জিততে হলে বড় পার্টনারশিপ দরকার। তেমন বড় পার্টনারশিপ হল না আমাদের।’’

হার্দিককে ব্যাটিং অর্ডারে চার নম্বরে তোলা নিয়ে কোহালির ব্যাখ্যা, ‘‘ভালই দায়িত্ব পালন করেছে ও। সে জন্য ওকে নিয়মিত এই অর্ডারে নামানো যেতেই পারে। ও ভাল ব্যাটসম্যান পরিস্থিতি অনুযায়ী খেলতে জানে। এই জায়গায় এ রকম ব্যাটসম্যানই দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE