Advertisement
E-Paper

পাক-নীতি ঠিক করুক বোর্ড, মত কোহালির

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নিয়ে সরকারের সিদ্ধান্তকেই সর্বোচ্চ প্রাধান্য দেবে ভারতীয় দল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২০
দৃপ্ত: কোহালি-ধোনির নজর ধারাবাহিকতায়। এএফপি

দৃপ্ত: কোহালি-ধোনির নজর ধারাবাহিকতায়। এএফপি

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নিয়ে সরকারের সিদ্ধান্তকেই সর্বোচ্চ প্রাধান্য দেবে ভারতীয় দল।

শনিবার বিশাখাপত্তনমে সাংবাদিক সম্মেলনে প্রত্যাশিত ভাবেই উড়ে আসে পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি। ভারত অধিনায়ক বিরাট কোহালি বলেছেন, ‘‘আমাদের অবস্থান খুবই সরল। দেশ কী চাইছে এবং ভারতীয় বোর্ড কী সিদ্ধান্ত নেবে, তার অপেক্ষাতেই থাকব আমরা। তাদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।’’ আরও বলেছেন, ‘‘পাক ম্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় বোর্ড যে সিদ্ধান্ত নেবে, আমরা সে ভাবেই চলব এবং তাকে সর্বোচ্চ মান্যতা দেব। এটাই আমাদের অবস্থান।’’ পুলওয়ামায়া নিহত ভারতীয় জওয়ানদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কোহালি। বলেছেন, ‘‘সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। ভারতীয় দল এই ঘটনায় মর্মাহত।’’

এ দিকে, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়ে দিলেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। শুক্রবারই ভারতীয় বোর্ডের তরফে আইসিসিকে পাঠানো চিঠিতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটার, ম্যাচ আধিকারিক এবং সমর্থকদের নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন করা হয়েছিল। শনিবার তিনি বলেছেন, ‘‘চিঠি পেয়েছি। আইসিসি নিরাপত্তার প্রশ্নকে আগেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ বারও তার ব্যতিক্রম হবে না।’’

আগামী ২ মার্চ দুবাইয়ে আইসিসির বৈঠক। মনোহর বলেছেন, ‘‘বিশ্বকাপের জন্য নিরাপত্তার কী আয়োজন করা হয়েছে, তা জানিয়ে দেওয়া হবে। আমার বিশ্বাস সন্তুষ্ট হবেন বিভিন্ন বোর্ডের প্রতিনিধিরা।’’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে কেন টি-টোয়েন্টি

আইসিসিকে শুক্রবার ভারতীয় বোর্ড যে চিঠি পাঠিয়েছে, সেখানে পাকিস্তানের নাম না করে ভারতীয় বোর্ড লিখেছে, ‘‘যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত।’’ ভারতীয় বোর্ডের সেই দাবিকে কতটা যুক্তিগ্রাহ্য বলে মনে করছে আইসিসি? মনোহর বলেছেন, ‘‘অন্য যে বিষয়গুলি রয়েছে, তা পেশ করা হবে আইসিসি বোর্ড সদস্যদের সামনে। তার পরে বোঝা যাবে সমস্ত কিছু।’’

ICC Cricket World Cup 2019 Cricket India Pakistan Pulwama Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy