Advertisement
E-Paper

দেশে ফিরে চ্যাম্পিয়ন কোচ স্বপ্ন দেখালেন পদকের

সোমবারই দেশে ফিরেছে ভারতীয় দল। দিল্লিতে হরেন্দ্র বলেন, ‘‘এশিয়া কাপ শুধু শুরু। এর থেকে আরও বেশি সাফল্য পেতে হবে। ২০১৮ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৫:৫৩
মহিলা এশিয়া কাপ জয়ী দলের কোচ হরেন্দ্র সিংহ। ছবি: সংগৃহীত।

মহিলা এশিয়া কাপ জয়ী দলের কোচ হরেন্দ্র সিংহ। ছবি: সংগৃহীত।

যখনই যে দায়িত্ব পেয়েছেন, সাফল্য এনে দিয়েছেন। সে জুনিয়ার বিশ্বকাপ জয় হোক বা মেয়েদের এশিয়া কাপ জয়। হরেন্দ্র সিংহর হাতে পরে দৌড়তে শুরু করে সব দলই। কিন্তু মেয়েদের এই এশিয়া কাপ জয়কে সবে শুরু বলছেন সফল ভারতীয় কোচ। রবিবারই ১৩ বছর পর এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা হকি দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই দরজা খুলে গিয়েছে বিশ্বকাপেরও। এক কথায় জোড়া সাফল্য। এই সাফল্যকে ধরে রাখাই এখন মূল লক্ষ্য বলে মনে করছেন হরেন্দ্র সিংহ। ভারতের মেয়েদের সামনে রয়েছে আরও একগুচ্ছ কঠিন লড়াই। ২০১৮তে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমস, ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমস, ইংল্যান্ডে বিশ্বকাপ। আর এই তিন টুর্নামেন্টকে সামনে নিজেদের নিজের পরিকল্পনা শুরু করে দিয়েছেন হরেন্দ্র।

আরও পড়ুন

বৃষ্টি বাধা হতে পারে ভারত-নিউজিল্যান্ড টি২০ ফাইনালে

সোমবারই দেশে ফিরেছে ভারতীয় দল। দিল্লিতে হরেন্দ্র বলেন, ‘‘এশিয়া কাপ শুধু শুরু। এর থেকে আরও বেশি সাফল্য পেতে হবে। ২০১৮ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে।আমি আশা করছি কম করে দুটো পদক জিতবে দল।’’ মেয়েদের নিয়ে এক ভারতীয় কোচের এই সাফল্য আরও একবার মনে করিয়ে দিল মীররঞ্জন নেগিকে। কিন্তু হরেন্দ্র সিংহ আগে তেমনভাবে কখনওই মহিলা হকি দেখতেন না। বলছিলেন, ‘‘আমার মনে পড়ছে না আমি মেয়েদের হকি খুব দেখেছি আগে। এই বছরের শুরুতে হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের আগে কখনও দেখিনি। কিন্তু আমি জানতাম মেয়েদের হকিতেও নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের সেরাটা দিতে পারব।’’

আরও পড়ুন

দাম বাড়িয়েই আইপিএল-এর বাজারে ফিরছেন মুনরো

যদিও হরেন্দ্র বলছেন জুনিয়র বিশ্বকাপ আর মেয়েদের এশিয়া কাপ জয় দুটো একদম আলাদা। বলেন, ‘‘একদম আলাদা। জুনিয়র দলকে আমি বিশ্বকাপের জন্য তৈরি করেছিলাম তিন বর ধরে। আর এই মেয়েদের দলকে আমি পেয়েছি মাত্র ২৩-২৪ দিন। যে কারনে দুটো জয়ের অনুভূতি আলাদা। কিন্তু আমি কখনও আত্মতুষ্ট হই না।’’ এর পর হরেন্দ্রর লক্ষ্যে অলিম্পিক্স। এশিয়া কাপের আগে হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালে আট নম্বরে শেষ করেছিল ভারতের মেয়েরা। সেখান থেকে এই উত্থান চোখে পড়ার মতো। কোচ বলেন, ‘‘যেদিন থেকে দায়িত্ব নিয়েছিলাম আমি শুধু দলের একাত্মতার উপর জোড় দিয়েছি। সঙ্গে ওদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছি। সেই পথে হেঁটে ওরা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে কারও সহযোগিতার দরকার নেই ওদের। ওরা নিজেদের ক্ষমতায় বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।’’

Hockey Harendra Singh Asia Cup হরেন্দ্র সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy