Advertisement
১৯ মে ২০২৪

এগোলেন জোকার, হার সাকেতের

সতেরো বছরে যা দেখা যায়নি সেটা এ বারই প্রথম দেখল যুক্তরাষ্ট্র ওপেন। রজার ফেডেরার নেই টুর্নামেন্টে। হাঁটুর চোট বাড়ার চলতি মরসুম আগেভাগেই শেষ করার ঘোষণা করে দিয়েছেন সুইস মহাতারকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৩:৩৩
Share: Save:

সতেরো বছরে যা দেখা যায়নি সেটা এ বারই প্রথম দেখল যুক্তরাষ্ট্র ওপেন। রজার ফেডেরার নেই টুর্নামেন্টে। হাঁটুর চোট বাড়ার চলতি মরসুম আগেভাগেই শেষ করার ঘোষণা করে দিয়েছেন সুইস মহাতারকা। কোর্টের মধ্যেও চোটই দাপট দেখাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে।

বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ যেমন। কবজির চোট লাগে অলিম্পিক্সে। প্রথম রাউন্ডে ছিটকেও গিয়েছিলেন রিওতে। যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম দিনও চোট ভোগাল জোকারকে। তবে কবজির নয় ডান বাহুর। যার থাবায় প্রথম সেটের পাঁচ নম্বর গেমেই কোর্টে চিকিৎসক ডাকতে হয় জোকারকে। যুক্তরাষ্ট্র ওপেনে যিনি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার লড়াইয়ে নেমেছেন। শেষ পর্যন্ত অবশ্য চার সেটের লড়াইয়ে চোটের বাধা আর প্রতিদ্বন্দ্বী দুটোকেই হারালেন জকোভিচ।

ভারতীয় সমর্থকদেরও আশা মিটল না চোটের ধাক্কায়। সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডে নোভাক জকোভিচের বিরুদ্ধে খেলার। বিশ্বের ৪৯ নম্বর জিরি ভেসেলেকে প্রায় হারিয়ে সোনালি সুযোগের কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। চোট পেয়ে যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন প্রথম বার এই টুর্নামেন্টের যোগ্যতা পাওয়া সাকেত মিনেনি। চতুর্থ সেটের পরে ম্যাচ ২-২ ছিল। এই অবস্থায় পঞ্চম সেটে মিনেনি এগিয়ে যান ৪-২। কিন্তু তার পরেই তাঁর ডান উরুতে চোট লাগে। শত চেষ্টাতেও ম্যাচে ফিরতে পারেননি তিনি। তিন ঘন্টা ৪৭ মিনিটের ম্যারাথন লড়াই শেষে ৬-৭(৫), ৬-৪, ৬-২, ২-৬, ৫-৭ সেটে হারেন ভারতীয় ডেভিসকাপার। মেয়েদের সিঙ্গলসে মঙ্গলবার আবার ২৯ নম্বর বাছাই আনা ইভানোভিচ ছিটকে গেলেন প্রথম রাউন্ডেই। অবাছাই চেক প্রজাতন্ত্রের ডেনিসা আলেরটোভার বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Novak Đoković US Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE