Advertisement
১০ মে ২০২৪
saina nehwal

Saina Nehwal: দ্বিতীয় রাউন্ডে উঠেও সাইনার চিন্তা সেই চোট

কোর্ট খেকে ছিটকে গিয়ে চোটমু্ক্ত হওয়ার অপেক্ষা করা যে তাঁর কাছে মানসিক যন্ত্রণার, গোপন করেননি সাইনা।

আগ্রাসী: প্রথম রাউন্ডে জয়ের পথে সাইনা। বুধবার।

আগ্রাসী: প্রথম রাউন্ডে জয়ের পথে সাইনা। বুধবার। ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ০৬:২২
Share: Save:

দীর্ঘদিন ধরে চোট-আঘাতে জর্জরিত তিনি। সাইনা নেহওয়ালের ব্যাডমিন্টন ভবিষ্যৎ নিয়েই সংশয় তৈরি হয়েছে। কিন্তু হাল ছাড়তে রাজি নন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা। দেখতে চান, তাঁর শরীর আরও কত চোট-আঘাত সহ্য করতে সক্ষম!

ক্রমাগত চোট পাওয়ায় গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ-সহ একাধিক প্রতিযোগিতায় নামতে পারেননি সাইনা। ইন্ডিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। অবশ্য এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যে নামতে পারবেন, তা-ও ভাবতে পারেননি। বুধবার সাইনার প্রতিদ্বন্দ্বী চেক প্রজাতন্ত্রের টেরেজ়া স‌াভাবিকোভা পিঠের চোটের কারণে ম্যাচের মাঝপথেই বেরিয়ে যান। সেই সময় ২২-২০ স্কোরে এগিয়ে ছিলেন সাইনা। ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাডমিন্টন তারকা বলেছেন, ‘‘কড়া অনুশীলন আমি এখন করতে সক্ষম। কিন্তু থোমাস ও উবের কাপ ফাইনালে আমার কুঁচকির পেশিতে আঘাত লাগে। যদিও এটা জানতাম না, হাঁটুতে কিছু সমস্যা রয়েছে। যা ফরাসি ওপেনে ভুগিয়েছিল।’’ সাইনা আরও বলেছেন, ‘‘ওই ম্যাচ চলাকালীনও বুঝতে পারিনি, চোট কতটা গুরুতর। কিন্তু খেলা শেষ হওয়ার পরে খোঁড়াচ্ছিলাম।’’ যোগ করেছেন, ‘‘একের পর এক চোট সমস্যায় ফেললেও আমি পিছিয়ে যাচ্ছি না। দেখা যাক কী হয়। আমার শরীর আরও কত আঘাতের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি। যদিও ব্যাপারটা এত সহজ নয়। মাঝেমধ্যেই হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।’’

কোর্ট খেকে ছিটকে গিয়ে চোটমু্ক্ত হওয়ার অপেক্ষা করা যে তাঁর কাছে মানসিক যন্ত্রণার, গোপন করেননি সাইনা। বলেছেন, ‘‘মানসিক ভাবে ঠিক থাকাটা খুবই কঠিন। প্রতিযোগিতা চলছে। ট্রফি জিতছে অন্য খেলোয়াড়েরা অথচ আমি বসে খেলা দেখছি, এটা তীব্র মানসিক যন্ত্রণার। আশা করছি, আমারও সুদিন ফিরবে।’’ দীর্ঘ চোটের পরে গত অক্টোবর মাসে ডেনমার্কে থোমাস ও উবের কাপে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন সাইনা। কিন্তু ফের চোট তাঁকে ছিটকে দেয় প্রতিযোগিতার মাঝপথে। স্পেনের ক্লারা আসুরমেন্দির সঙ্গে ম্যাচ চলাকালীনই কোর্ট ছাড়তে বাধ্য হয়েছিলেন সাইনা। যদিও তিনি ভেবেছিলেন, কুঁচকির এই চোট খুব একটা গুরুতর নয়। তাই নেমেছিলেন ফরাসি ওপেনে। কিন্তু প্রথম রাউন্ডের দ্বিতীয় গেম চলার সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। সাইনা বলছেন, ‘‘সমস্যা একটা নয়, তিনটি ছিল। কার্টিলেজ, প্যাটেলা ও মেনিসকাস মাসলে। যা আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছিল।’’ আরও বলেছেন, ‘‘হাঁটুর চোট আমাকে আতঙ্কিত করে তুলেছিল। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, ফরাসি ওপেনের পরে হাঁটতেও পারছিলাম না।’’ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ৩১ বছর বয়সি সাইনা যোগ করেছেন, ‘‘কুঁচকির চোট নিয়ে আমার প্রধান চিন্তা ছিল। ভাবতে পারিনি হাঁটুও এত ভোগাবে। ভারতে ফিরে এমআরআই করানোর পরে চিকিৎসক বলেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ তো বটেই, ডিসেম্বরের শেষ পর্যন্ত কোর্টে নামতে পারব না।’’

ইন্ডিয়া ওপেনে খেলা নিয়েও কেন সংশয়ে ছিলেন, তাও জানিয়েছেন সাইনা। বলেছেন, ‘‘এই প্রতিযোগিতার আগে ভাল প্রস্তুতি নিলেও আশা করিনি শেষ পর্যন্ত খেলতে পারব। আশা করছি, কোর্টে নেমে অনুশীলনের জন্য আরও সময় পাব।’’

সাইনার মতো পুরুষ সিঙ্গলসে এক ধাপ এগিয়ে গেলেন শেষ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্য সেন। তৃতীয় বাছাই লক্ষ্য ২১-১৫, ২১-৭ হারিয়ে দিয়েছেন মিশরের আদহাম হাতেমকে। অষ্টম বাছাই এইচ এস প্রণয় ২১-১৪, ২১-১৭ জিতেছেন স্পেনের পাবলো আবিয়ানের বিরুদ্ধে। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ মিঠুন মঞ্জুনাথ।
মেয়েদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি জুটি। তাঁরা ২১-১৭, ১৯-২১, ২১-১৩ হারিয়ে দিয়েছেন জননী অনন্তকুমার এবং দিব্যা বালসুব্রহ্মণ্যম জুটিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saina nehwal badminton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE