Advertisement
১৬ এপ্রিল ২০২৪

চোট সমস্যায় দ্রাবিড়ের টিম

গত বার প্রথম দিকে টানা ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। এ বার নতুন যুদ্ধ শুরু হওয়ার আগেই ধাক্কা ডেয়ারডেভিলস ক্যাম্পে।

দুশ্চিন্তা: ডি’কক, ডুমিনি নেই। উদ্বেগে দ্রাবিড়। —ফাইল চিত্র।

দুশ্চিন্তা: ডি’কক, ডুমিনি নেই। উদ্বেগে দ্রাবিড়। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:৫২
Share: Save:

গত বার প্রথম দিকে টানা ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। এ বার নতুন যুদ্ধ শুরু হওয়ার আগেই ধাক্কা ডেয়ারডেভিলস ক্যাম্পে। আগেই সরে গিয়েছিলেন জে পি ডুমিনি। নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে সরে দাঁড়িয়েছেন কুইন্টন ডে ককও। যা নিয়ে উদ্বিগ্ন ডেয়ারডেভিলসের কোচ রাহুল দ্রাবিড়। গত বার ডেয়ারডেভিলসের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরিপার-ওপেনার।

বৃহস্পতিবার দ্রাবিড় বলেছেন, ‘‘নিলামের আগে এ ধাক্কাগুলো যদি আসত, আমরা তা হলে বিকল্প ভাবার সময় পেতাম। কিন্তু এখন সে সময় হাতে নেই। হাতে যা আছে তাই নিয়ে লড়তে হবে।’’

দুই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার না থাকায় দ্রাবিড়কে ভরসা রাখতে হবে দলে নতুন আসা দুই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন এবং অ্যাঞ্জেলো ম্যাথেউজের ওপর। তবু ডে কক না থাকার দুশ্চিন্তা ধরা পড়ছে দ্রাবিড়ের কথায়, ‘‘শুরুতে ও আমাদের বড় ভরসা ছিল। তাই কুইন্টনের না থাকাটা একটা বড় ধাক্কা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Dravid Injury IPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE