Advertisement
E-Paper

আইন হয়ে গেল কেন্দ্রের ‘জিরামজি’! মিলল রাষ্ট্রপতির সম্মতি, কংগ্রেস বলল: মহাত্মা গান্ধীকে ফের হত্যা করল ওরা

বিরোধীরা বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন। কিন্তু তা করা হয়নি। লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে যায় বিলটি। এ বার তাতে রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে দিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৩
কেন্দ্রের ‘জিরামজি’ বিলের প্রতিবাদে চলতি সপ্তাহে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রিয়ঙ্কা গান্ধীদের।

কেন্দ্রের ‘জিরামজি’ বিলের প্রতিবাদে চলতি সপ্তাহে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রিয়ঙ্কা গান্ধীদের। ছবি: পিটিআই।

কেন্দ্রীয় সরকারের ‘জিরামজি’ বিল এ বার আইনে পরিণত হয়ে গেল। রবিবার ওই বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সংসদের শীতকালীন অধিবেশনে বিলটি পেশ হওয়ার আগে থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিল বিরোধী দলগুলি। বিরোধীদের আপত্তির মাঝেই সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে বিলটি। এ বার রাষ্ট্রপতির সম্মতি পেয়ে তা আইনেও পরিণত হয়ে গেল।

দেশে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বর্তমানে ১০০ দিনের কাজের প্রকল্প চালু রয়েছে। পুরো নাম ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ বা ‘মনরেগা’। গ্রামীণ কর্মসংস্থানের এই আইনেই এ বার বদল আনছে কেন্দ্র। নতুন আইনের নামকরণ নিয়ে শুরু থেকেই আপত্তি তুলছে বিরোধীরা। অভিযোগ, কৌশলে নতুন আইন থেকে মহাত্মা গান্ধীর নাম বদলে ফেলা হচ্ছে। নতুন প্রকল্পের আইনের নাম দেওয়া হয়েছে, বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। সংক্ষেপে জিরামজি।

রবিবার এই বিলে রাষ্ট্রপতির সম্মতির পরে ফের এর বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা পি চিদম্বরমের দাবি, মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে দ্বিতীয় বার তাঁকে হত্যা করা হচ্ছে। এই আইন প্রত্যাহার না-হওয়া পর্যন্ত কংগ্রেস লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। চিদম্বরম বলেন, “আমার মতে, এটি হল মহাত্মা গান্ধীর দ্বিতীয় বার হত্যা। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি তাঁকে হত্যা করা হয়েছিল। এ বার ফের তাঁকে হত্যা করা হল। ওরা (কেন্দ্র) তাঁর স্মৃতিকে আবার হত্যা করল।”

নতুন আইনে প্রতি অর্থবর্ষে ১০০ দিনের কাজকে বৃদ্ধি করে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি, ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে গ্রামোন্নয়নের পরিকাঠামো তৈরি করাই নতুন প্রকল্পের লক্ষ্য। তবে এই প্রকল্পের নামবদল ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন অবিজেপি দলের নেতারা সমালোচনায় বিঁধেছেন কেন্দ্রকে। মমতা সম্প্রতি বলেন, “মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকেই গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, জাতির জনককে ভুলে যাচ্ছি আমরা।”

কেন্দ্রের এই নতুন আইন নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁর মতে, ‘মনরেগা’র উপর বুলডোজ়ার চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এটাকে কেন্দ্রের ‘কালো আইন’ বলে উল্লেখ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন। ১০০ দিনের কাজের প্রকল্পের নামবদল নিয়ে শাসক-বিরোধী তরজায় সরগরম ছিল সংসদও।

‘জিরামজি’ বিল নিয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়েছিল লোকসভায়। বৃহস্পতিবার দুপুরে তা সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে যায়। এর পর সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়। তা-ও গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিরোধীরা বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন। কিন্তু তা করা হয়নি। রাত ১২টা ১৫ পর্যন্ত আলোচনা চলার পরে ধ্বনিভোটে বিলটি পাশ হয়ে যায় রাজ্যসভাতেও।

G RAM G Bill Droupadi Murmu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy