Advertisement
২৬ এপ্রিল ২০২৪
লিগজয়ীদের তীব্র ফুটবলার সমস্যা

এর পরেও কপাল খুলছে ডুডুর

ডার্বিতে গোল পাননি। পারেননি টিমকে জেতাতে। উল্টে লাল কার্ড দেখতে হয়েছে। তার পরেও কপাল খুলতে চলেছে ডুডু ওমাগবেমির! আই লিগের জন্যও এই নাইজিরিয়ান স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করতে চলেছে মোহনবাগান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫১
Share: Save:

ডার্বিতে গোল পাননি। পারেননি টিমকে জেতাতে। উল্টে লাল কার্ড দেখতে হয়েছে। তার পরেও কপাল খুলতে চলেছে ডুডু ওমাগবেমির!

আই লিগের জন্যও এই নাইজিরিয়ান স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করতে চলেছে মোহনবাগান। গোলগেটার হিসেবে ডুডুর বিশ্বাসযোগ্যতা যথেষ্ট বলেই বলে মনে করছেন সবুজ-মেরুন কর্তারা। সনি নর্ডি-সহ পুরো টিম যোগ দিলে আই লিগে ডুডু ফের জ্বলে উঠবেন, এমনটাই বিশ্বাস বাগান শিবিরে। ক্লাব সূত্রের এমনটাই খবর। সে জন্যই ডুডুর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান।

শুধু আই লিগে বাগানে নয়, সব ঠিকঠাক থাকলে আইএসএলে সচিন তেন্ডুলকরের টিম কেরল ব্লাস্টার্সের জার্সি গায়েও খেলতে দেখা যাবে ডুডুকে। স্বভাবতই এই দুই সম্ভাবনায় রবিবারের ডার্বি হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়তে পারে এই বিদেশি ফরোয়ার্ডের।

এ দিকে কলকাতা লিগ হাতছাড়া হওয়ার পাশাপাশি ডার্বিতেও চার গোলের জঘন্য হারে মানসিক ভাবে বিধ্বস্ত অবস্থাতেই আজ বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান ফুটবলারদের খেলতে হবে কালীঘাট এমএসের সঙ্গে। এই পরিস্থিতিতে আপনার দলের মোটিভেশন কী? বাগান কোচ সঞ্জয় সেন বললেন, ‘‘মোহনবাগান সব সময় জেতার জন্যই নামে। পরিস্থিতি যেমনই থাক না কেন! তা ছাড়া জুনিয়রদের নিজেদের আরও প্রমাণ করার তাগিদ থাকবে।’’

কার্ড সমস্যায় বুধবারের ম্যাচে পাওয়া যাবে না ডুডু, লালকমল আর সুখেনকে। শিল্টন পাল এবং দেবজিৎ মজুমদার-- দুই গোলকিপারই আবার তাঁদের আইএসএল টিমে যোগ দিতে চলে গিয়েছেন। প্রীতম কোটাল এই মুহূর্তে জাতীয় দলে। সেখান থেকেই তিনিও আইএসএলের টিমে যোগ দেবেন। স্বভাবতই বাগানের ভরসা এখন আজহারউদ্দিন, পঙ্কজ মৌলার মতো জুনিয়ররাই। তার মধ্যেই অবশ্য দুই বিদেশি ডিফেন্ডার গুস্তাভো এবং আভেস্কাকে কালীঘাটের বিরুদ্ধে আরও এক বার পরখ করে নিতে পারেন কোচ সঞ্জয়। এঁদের মধ্যে যে ভাল তাকেই রেখে গেওয়া হবে কোচ এবং টেকনিক্যাল কমিটির সঙ্গে কথা বলে।

ইস্টবেঙ্গলে আবার অন্য লক্ষ্য। হেক্সা লিগ জয়কে আরও মধুর করে তুলতে জন্য কলকাতা লিগে অপরাজিত থাকতে চান বিশ্বজিৎ ভট্টাচার্য়ের ছেলেরা। ৯ ম্যাচের একটি ড্র করা ছাড়া বাকি সব ক’টাই জিতেছে লাল-হলুদ ব্রিগেড। তবে বৃহস্পতিবার সাদার্ন সমিতির বিরুদ্ধে টিম করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে লিগজয়ী কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে।

কেন? টিমের এগারো জন ফুটবলার— খাবরা, মেহতাব, লুইস ব্যারেটো, সৌমিক, গুরবিন্দর, তুলুঙ্গা, লালরিন্দিকা, বিকাশ জাইরু, অর্ণব, কেভিন লোবো, রবার্ট আইএসএলের বিভিন্ন টিমে যোগ দিতে চলে যাচ্ছেন। তাদের বৃহস্পতিবার সাদার্ণ সমিতির বিরুদ্ধে শেষ ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল। চিন্তার ভাঁজ কপালে থাকলেও এই অবস্থাতেও টিমকে উজ্জীবিত করতে জন্য লাল-হলুদ কোচ মঙ্গলবার বললেন, ‘‘আমাদের রিজার্ভ বেঞ্চে আরও অনেক ফুটবলার রয়েছে, যারা কারও চেয়ে কম নয়। তারাই খেলবে। অপরাজিত থেকে লিগ শেষ করাই আমাদের লক্ষ্য।’’

বুধবারে কলকাতা প্রিমিয়ার লিগ—মোহনবাগান: কালীঘাট এমএস (বারাসত, ৩-৩০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE