দিয়েগো মারাদোনার মৃত্যু কি তাঁর ব্যক্তিগত চিকিৎসকের কারণেই হয়েছে? বেশ কয়েকটি রিপোর্টে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে। যদিও তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন চিকিৎসক লিওপোল্ডো লুকে।
গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মরাদোনার। ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে সত্যিই চিকিৎসার কোনও গাফিলতি ছিল কিনা তার তথ্যপ্রমাণ জোগাড় করতে রবিবার লুকে-র বাড়ি এবং অস্ত্রোপচার কেন্দ্রে হানা দেয় পুলিশ। স্থানীয় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে এই ছবি ধরা পড়ার পর জোর জল্পনা শুরু হয়েছে।
বুয়েনোস আইরেসের বাড়িতে তাঁদের বাবার চিকিৎসা ঠিক মতো হয়নি, এই অভিযোগ তুলেছেন মারাদোনার মেয়েরা। ফলে সন্দেহের আঙুল উঠেছে মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লুকের বিরুদ্ধে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে মারাদোনাকে রিহ্যাবে রাখা হয়েছিল বুয়েনোস আইরেসের উত্তরে তিগ্রেতে। তাঁর পরিবারের এক সদস্য বলেন, ‘‘দিয়েগোর দেখাশোনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের কাজে কোনও ঢিলেমি ছিল কি না, সেটা জানা জরুরি।’’