যদি আধুনিক সময়ে খেলতেন, তবে টেস্টে সুনীল গাওস্করের রান ১৫ হাজার ছাড়িয়ে যেত বলে মনে করেন ইনজামাম উল হক।
টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের গণ্ডি টপকে গিয়েছিলেন সুনীল গাওস্কর। ডন ব্র্যাডম্যানকে টপকে টেস্টে ৩৪ শতরানে থেমেছিলেন তিনি। যা ছিল রেকর্ড। শেষ পর্যন্ত ১২৫ টেস্টে ১০,১২২ রান করেছিলেন তিনি। ১৯৭১ সালে অভিষেকের পর ১৯৮৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। টেস্টে শেষ ইনিংসে তাঁর ব্যাটে এসেছিল ৯৬।
নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম উল হক বলেছেন, “আমায় যদি প্রশ্ন করেন, তবে বলব যে সুনীলের সেই সময়ের ১০ হাজার রান এখনকার সময়ে ১৫ হাজার বা ১৬ হাজার রানের সমান। রান তার চেয়েও বেশি হতে পারত, কিন্তু কোনও ভাবেই কমত না। সেই সময় অনেক গ্রেট খেলোয়াড়রা ছিলেন। তার আগেও ক্রিকেটে অনেক গ্রেটরা এসেছিলেন। জাভেদ মিয়াঁদাদ, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ডন ব্র্যাডম্যান। কিন্তু কেউই ১০ হাজারে পৌঁছনোর কথা ভাবেননি।”