Advertisement
E-Paper

ওয়াংখেড়েতে ধোনি-ট্যাটু, বিগ বি

এ বারই আইপিএলে প্রথম বার যুক্ত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই তার প্রয়োগ হল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচে।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৭:১৭
সূচনা: শনিবার মুম্বইয়ে আইপিএলের  উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন বলিউড তারকা হৃতিক রোশন ও জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: আইপিএল

সূচনা: শনিবার মুম্বইয়ে আইপিএলের  উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন বলিউড তারকা হৃতিক রোশন ও জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: আইপিএল

সংখ্যাগরিষ্ঠ অস্ট্রেলীয়রাই

স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার-দের মতো প্রথম সারির তিন অস্ট্রেলীয় ক্রিকেটার নেই এ বারের আইপিএলে। কিন্তু তাতেও এ বারের আইপিএলে অন্য দেশের ক্রিকেটাররা ছাপিয়ে যেতে পারেননি অংশগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংখ্যাকে। একাদশ আইপিএল-এ অংশ নিচ্ছেন ১৮৫ জন ক্রিকেটার। তার মধ্যে ৬০ জন বিদেশি। ভিনদেশিদের মধ্যে অস্ট্রেলীয় ১৪ জন। আর তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। বাকি ১২৫ জন ক্রিকেটার ভারতীয়। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ দিল্লি ও পঞ্জাবের ক্রিকেটাররা। এই দুই রাজ্য থেকেই ১২ জন করে ক্রিকেটার এ বার খেলছেন আইপিএল-২০১৮ তে।

প্রথম ডিআরএস

এ বারই আইপিএলে প্রথম বার যুক্ত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই তার প্রয়োগ হল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ইউইন লুইস আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এ দিন ডিআরএস নিলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের সময় তৃতীয় ওভারে চেন্নাই সুপার কিংসের বোলার দীপক চাহার এলবিডব্লিউ করেন লুইসকে। কিন্তু অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলে দ্রুত ডিআরএস নেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। যদিও শেষ পর্যন্ত ডিআরএস-এর সুবিধে পাননি লুইস। রিভিউ-তে দেখা গিয়েছে বল লেগ স্টাম্পে লাগতে পারত। ফলে রেকর্ড বুকে নাম তুললেও ক্রিজে থাকা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যানের।

ভিড় জমাল ধোনি ট্যাটু

বিনামূল্যে সমর্থকদের জন্য মহেন্দ্র সিংহ ধোনি ট্যাটু! সঙ্গে নিজের পছন্দ মতো ব্যানার তৈরির সুযোগ। আইপিএলের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা গেল এমনই এক অভিনব আয়োজন। তবে পিছিয়ে নেই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরাও। দেখা গেল প্রিয় দলের জার্সির নীল রঙে তৈরি পতাকা রেখে দেওয়া হয়েছে সব আসনেই। সঙ্গে মুম্বই সমথর্কদের ঘোষণা, ‘পুরো গ্যালারিটাই নীল রঙে ভরিয়ে দিন। কারণ এটা আমাদের ঘরের মাঠ।’’ স্টেডিয়াম চত্বরেই নীল রঙের ফ্লেক্স ভর্তি ইমোজি। যার কোনওটা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা, কোনওটা আবার হার্দিক পাণ্ড্য বা যশপ্রীত বুমরা। তবে মুম্বইয়ের সব আয়োজন ছাপিয়ে প্রথম দিন ‘সুপার হিট’ মহেন্দ্র সিংহ ধোনির ট্যাটু। সচিন তেন্ডুলকর স্ট্যান্ডের সামনের স্টলে তাই ভিড় থাকল অনেকক্ষণ। যার মধ্যে মিশে রইলেন মুম্বইয়ের ধোনি অনুরাগীরাও। হোক না তিনি চেন্নাই সুপার কিংস অধিনায়ক!

ম্যাচ দেখলেন অমিতাভ

আকর্ষণ: মুম্বই বনাম চেন্নাই ম্যাচে অমিতাভ ও অভিষেক বচ্চন। ছবি: টুইটার।

ফিল্মি দুনিয়ার সঙ্গে জড়িত হলেও খেলাধুলোর প্রতি তাঁর অনুরাগ গোটা ভারত জানে। এ বার আইপিএলের উদ্বোধনী ম্যাচ মুম্বইয়ে। আর তা দেখতেই ছেলে অভিষেক-কে নিয়ে শনিবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ম্যাচ শুরুর আগে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেন হৃতিক রোশন, বরুণ ধবন, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্দেজ, তমান্না ভাটিয়া-রা। ম্যাচও দেখেন অমিতাভ। খেলা দেখার ফাঁকে দর্শকদের সঙ্গে সেলফি তুলতে ও অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে তাঁকে।

IPL Inauguration 2018 IPL 2018 Cricket IPL 11
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy