Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফুল অন এন্টারটেনমেন্টের ঝিনচ্যাক আইপিএল উদ্বোধনের জন্য তৈরি মুম্বই

রাত পোহালেই আইপিএল-এর নবম সংস্করণ শুরু। তার আগে আজকেই ওরলির এসভিপি স্টেডিয়ামে সন্ধেবেলা বাদ্যি বেজে যাবে আইপিএল-এর।টি-২০ বিশ্বকাপে ভারতের হার ভুলে এখন সবাই বিনোদনের ক্রিকেটের মৌতাতে মেতে। এমনিতে আইপিএল-এর সঙ্গে বলিউডি মশলা মুভির বিশেষ পার্থক্য নেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১৮:১৪
Share: Save:

রাত পোহালেই আইপিএল-এর নবম সংস্করণ শুরু। তার আগে আজকেই ওরলির এসভিপি স্টেডিয়ামে সন্ধেবেলা বাদ্যি বেজে যাবে আইপিএল-এর।টি-২০ বিশ্বকাপে ভারতের হার ভুলে এখন সবাই বিনোদনের ক্রিকেটের মৌতাতে মেতে। এমনিতে আইপিএল-এর সঙ্গে বলিউডি মশলা মুভির বিশেষ পার্থক্য নেই। চিয়ার লিডারদের নাচ আছে, ম্যাচের মাঝে মাঝেই ঝিনচ্যাক গান আছে, আতসবাজির ঝলকানি আছে, মাঠে হিরো আছেন, গ্যালারিতে হিরোইনও আছেন, আছে স্ক্যান্ডাল (তাই ভিলেনও বর্তমান), টাকার ছড়াছড়ি, সঙ্গে উপড়ি পাওনা ধুমধাড়ক্কা ক্রিকেট। সব মিলিয়ে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তা সেই ফুল অন বিনোদনের আসরের শুরুয়াত মুহূর্তে বি-টাউনের তারকারা থাকবেন না, তাও কি কখনও হয়? মোটেও না, এবং হয়ও না। তাই গত আট বছরের নিয়ম মেনে এবারও আইপিএল উদ্বোধনেও সিলভার স্ক্রিন তারাদের ছড়াছড়ি। থাকছেন ক্যাটরিনা, রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, হানি সিংহ। থাকছেন মার্কিনি তারকা গায়ক ক্রিস ব্রাউন। ক্যারিবিয়ান ক্রিকেট তারা ডারেন ‘ডিজে’ ব্র্যাভোর ইন্টারনেট মাতানো ‘চ্যাম্পিয়ন’-র সঙ্গে কোমর নাচাবেন ক্যাটরিনা, রণবীররা। স্পেশাল গ্রাফিক টেকনোলজি ব্যবহার করা হবে তাঁদের পারফরমেন্সের জন্য। থাকছেন সব দলের সদস্যরাও। সব মিলেয়ে এক কথায় হৈহৈ কাণ্ড, রৈ রৈ ব্যাপার। যারা মাঠে উপস্থিত থাকতে পারছেন না, বা এত দামি টিকিট যাঁদের রেস্তোয় কুলাবে না, তারা ঠিক সন্ধে সাড়ে সাতটায় টিভি খুলে বসে যান। বিনোদনে ঘাটতি পরবে না।।

আরও দেখুন-আইপিএল-এর আট মজাদার অজানা তথ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2016 IPL inauguration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE