আইপিএলের উত্তাপের মধ্যেই একটু অন্য রকম স্বাদ পেলেন ক্রিকেট প্রেমীরা। মুম্বইয়ের গলি ক্রিকেটে মুখোমুখি ব্রায়ান লারা আর ব্রেট লি।
বহুদিন ব্যাট, প্যাড তুলে রেখেছেন লারা, লি। এখন তাঁরা আইপিএলের ধারাভাষ্যকার। আর আইপিএলের এই ঠাসা সূচি থেকে নিজেদের একটু বিশ্রাম দিতেই ব্যাট, বল হাতে তাঁদের গলি ক্রিকেটে নেমে পড়া। নিজের ইনস্টাগ্রামে লারার সঙ্গে গলি ক্রিকেটের সেই ভিডিয়ো পোস্ট করেছেন ব্রেট লি। সেখানে দেখা যাচ্ছে, ব্রেট লির একটি বাউন্সার খেলার কোনও চেষ্টা না করে ছেড়ে দিচ্ছেন লারা। আর এই লড়াইয়ে দেখলেন উৎসাহী দর্শক।
আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন ব্রেট লি। সেখানে এক গলি ক্রিকেটারকে বল করতে দেখা যাচ্ছে তাঁকে। আর ব্রেট লির একটি ইয়র্কার উড়িয়ে দিচ্ছে ওই গলি ক্রিকেটারের মিডল স্ট্যাম্প।
আরও পড়ুন : দুরন্ত ছক্কা হাঁকানোর পুরস্কার, ব্যাট দিয়ে জাদেজার মাথায় আঘাত ধোনির
আরও পড়ুন : ইডেনে ধুন্ধুমার, শহরের সমর্থন পেতে সৌরভের ভিডিয়ো বার্তা
ভিডিয়ো দুটি পোস্ট করার পরেই তা ভাইরাল হয়েছে। আইপিএলের থেকে এই গলি ক্রিকেটের ভিডিও যেন কোনও অংশেই কম আকর্ষণীয় নয়।