Advertisement
E-Paper

নাইটদের ম্যাচ চলাকালীন গ্যালারিতে হুল্লোড়, মামলা দায়ের অভিনেত্রীর বিরুদ্ধে

রবিবার ছিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। হায়দরাবাদে সেই ম্যাচ দেখতে গিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে হইহুল্লোড় করে আইনি সমস্যায় তেলুগু অভিনেত্রী প্রশান্তি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৫:৪৯
কলকাতা-হায়দরাবাদ ম্যাচে হুল্লোড় করে সমস্যায় পড়েন অভিনেত্রী

কলকাতা-হায়দরাবাদ ম্যাচে হুল্লোড় করে সমস্যায় পড়েন অভিনেত্রী

গ্যালারিতে হুল্লোড় করে বিপাকে তেলুগু অভিনেত্রী।

রবিবার রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। সেই ম্যাচ দেখতে গিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে হইহুল্লোড় করতে গিয়ে আইনি সমস্যায় তেলুগু অভিনেত্রী প্রশান্তি।

প্রশান্তি ও তাঁর ৫ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ করেছেন সন্তোষ উপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, খেলা দেখায় সমস্যা তৈরি করছিলেন ওই অভিনেত্রী ও তাঁর সঙ্গীরা। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও অভিনেত্রীকে নিরস্ত করা যায়নি। এমনকী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদেরও বিষয়টা জানানো হয়। পুলিশ আধিকারিকরাও তাঁদের নিষেধ করেন। কিন্তু তাঁরা কর্ণপাত করেননি।

উল্টে জনপ্রিয় অভিনেত্রী সন্তোষকে হুমকি ও গালাগাল দেন বলে অভিযোগ। তাঁর অভিযোগ, অভিনেত্রী মদ্যপ ছিলেন। বারবার চেয়ারে উঠে খেলা দেখায় সমস্যা তৈরি করছিলেন। প্রশান্তিদের এই ঘটনা গ্যালারিতে লাগানো সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সন্তোষ উপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে প্রশান্তি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ১৮৮ ও ৫০৬ ধারায় ও সিটি পুলিশ অ্যাক্টের ৭০(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : ভাল নেই প্রিয়ঙ্কা, আপাতত গৃহবন্দি

আরও পড়ুন : টাকা দেননি, এই বলি নায়িকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন গৃহপরিচারিকা

প্রশান্তি ছাড়াও বাকি অভিযুক্তদের পরিচয় জানা গিয়েছে। অভিযুক্তরা হলেন কে পুর্ণিমা (২৭), কে প্রিয়া (২৩), ভি শ্রীকান্ত রেড্ডি (৪৮), এল সুরেশ (২৮) ও জি বেনু গোপাল (৩৮)।

ipl 2019 prasanthi hyderabad kkr srh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy