Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দলে তরুণ মুখ চাই, মানছেন ধোনিও

আগামী মরসুমে নতুন করে দলটা গড়তে হবে বলে মনে করছেন ফ্লেমিং।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০৫:০৮
Share: Save:

জয়ের কাছাকাছি এসেও এক রানের জন্য হারাতে হয়েছে এ বারের আইপিএল ট্রফিটা। চেন্নাই কোচ স্টিভন ফ্লেমিং তাই হতাশ। মানছেন, তাঁর দলের অনেক ক্রিকেটারের বয়স হয়েছে। বেশ কয়েক জন ক্রিকেটার ব্যাট হাতে রান পাননি। তাই আগামী মরসুমে নতুন করে দলটা গড়তে হবে বলে মনে করছেন ফ্লেমিং।

চেন্নাই কোচের কথায়, ‘‘ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতে একটু সময় লাগবে। গত দুই মরসুমে একবার চ্যাম্পিয়ন ও আর এক বার রানার্স হওয়া খুব একটা খারাপ ফল নয়। দলে অনেকের বয়স হয়েছে। আগামী বছর দলকে নতুন করে সাজাতে হবে। তবে ধোনি থাকছে। এই মরসুমে ও ধারাবাহিক ভাবে ভাল খেলেছে।’’

সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও বলছেন, ‘‘মরসুমটা ভাল গেলেও, অতীতে যে রকম দুর্দান্ত ক্রিকেট খেলেছে দল, তা এ বার হয়নি। মাঝখানের দিকে ব্যাটসম্যানরা জ্বলে উঠতে ব্যর্থ। তবে দলের বোলাররা ভাল বল করেছে। যখনই উইকেট দরকার ছিল তখনই উইকেট তুলেছে ওরা। ধারাবাহিক ভাবে ভাল খেলতে গেলে আগামী বছর কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে।’’

কবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানতে চাওয়া হলে সিএসকে কোচ ফ্লেমিং বলেন, ‘‘এই মুহূর্তে বিশ্বকাপে যাচ্ছে ধোনি। ফিরলে আলোচনায় বসা যাবে। অন্য দলে অনেক তরুণ প্রতিভা উঠে আসছে। তাদের উপরেও নজর রয়েছে। দলের ভারসাম্য যাতে ঠিক থাকে, তা দেখতে হবে আগামী বছর দল গড়ার সময়। ব্যাটিং এ বার ভুগিয়েছে। ব্যাটিং ভাল না হলেও শেষ পর্যন্ত লড়েছে চেন্নাই সুপার কিংস।’’

ধোনি এই মুহূর্তে মনোনিবেশ করছেন আসন্ন বিশ্বকাপ নিয়েই। আগামী মরসুম নিয়ে তাঁর ভাবনা জানতে চাওয়া হলে ধোনি বলেন, ‘‘আগামী বছরের পরিকল্পনা সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। কারণ, হাতে এখনও অনেকটা সময় রয়েছে। সামনেই বিশ্বকাপ। সেটাই এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য। আপাতত, বিশ্বকাপ নিয়েই চিন্তাভাবনা করছি। বিশ্বকাপ খেলে ফিরে আসার পরে সিএসকে নিয়ে আলোচনায় বসতে হবে। বোলারদের নিয়ে কোনও চিন্তা নেই। তবে ব্যাটসম্যানদের আরও ভাল খেলতে হত এই মরসুমে। সেই জায়গাতেই বারবার হোঁচট খেতে হয়েছে আমাদের। এই সমস্যার সমাধান করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE