Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওয়ার্নারের এই শাস্তি প্রাপ্য ছিল না, বলছেন লক্ষ্মণ

আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স।

জুটি: সানরাইজার্সের দুই ক্রিকেট মস্তিষ্ক লক্ষ্মণ ও মুডি। টুইটার

জুটি: সানরাইজার্সের দুই ক্রিকেট মস্তিষ্ক লক্ষ্মণ ও মুডি। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৪:১৭
Share: Save:

বল বিকৃতি কাণ্ডে নির্বাসনে থাকা ডেভিড ওয়ার্নারকে আবার দলে পেয়ে উচ্ছ্বসিত ভিভিএস লক্ষ্মণ। সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর মনে করেন, ওয়ার্নারের প্রত্যাবর্তন বিরাট একটা পার্থক্য গড়ে দেবে।

আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স। তার আগে বৃহস্পতিবার হায়দরাবাদে লক্ষ্মণ বলেন, ‘‘ওয়ার্নার দলে ফেরা মানে বিশাল পার্থক্য হয়ে যাওয়া। ওয়ার্নারের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। সানরাইজার্সের হয়ে ও যা করেছে, তার জন্য দল হিসেবে আমরা গর্বিত।’’

বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১২ মাস নিবার্সনে আছেন ওয়ার্নার। যে শাস্তির মেয়াদ শেষ হচ্ছে ২৯ মার্চ। লক্ষ্মণ পরিষ্কার বলে দিচ্ছেন, ওয়ার্নারকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা তাঁর প্রাপ্য ছিল না। সানরাইজার্সের মেন্টরের মন্তব্য, ‘‘আমার ব্যক্তিগত মত হল, কেপ টাউনে যা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, ওয়ার্নারকে এই শাস্তি দেওয়াটা ঠিক হয়নি।’’

ওয়ার্নারের আরও একটা ব্যাপার মুগ্ধ করেছে লক্ষ্মণকে। সেটা হল, অস্ট্রেলীয় ওপেনারের নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতা। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলছিলেন, ‘‘ওয়ার্নার শুধু একার হাতে ম্যাচই জেতাতে পারে না, ওর নেতৃত্ব দেওয়ার দক্ষতাও অসাধারণ।’’ সানরাইজার্সে ওয়ার্নারের ভূমিকার প্রশংসা করে লক্ষ্মণ বলেন, ‘‘দলের তরুণ ক্রিকেটারদের তৈরি করার ব্যাপারে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ওয়ার্নার। নিজেকে বাকিদের সামনে উদাহরণ করে তুলেছে ও। ওয়ার্নারের পরিশ্রম, ম্যাচের আগে ওর প্রস্তুতি নেওয়ার ধরন, সব কিছু থেকে শিখছে আমাদের

জুনিয়র ক্রিকেটারেরা।’’

ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে শাস্তির কবলে পড়ে ছিটকে যেতে হয় এই বিধ্বংসী ওপেনারকে। যার পরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেন উইলিয়ামসন। এ বারে চোটের কারণে উইলিয়ামসন এখনও দলে যোগ না দিলেও তিনিই নেতৃত্বের দায়িত্বে আছেন। পাশাপাশি সানরাইজার্সের থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে, ওয়ার্নারের পরামর্শ কাজে আসবে উইলিয়ামসনের।

সানরাইজার্সের অস্ট্রেলীয় কোচ টম মুডি আশাবাদী, প্রায় এক বছর ক্রিকেটের বাইরে থাকলেও ওয়ার্নারের মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না। মুডির মন্তব্য, ‘‘ওয়ার্নার খুবই ইতিবাচক মানসিকতার ছেলে। আমার সঙ্গে ওর যা কথাবার্তা হয়েছে, তাতে আমি সে রকমই ইঙ্গিত পেয়েছি। নিজের সেরাটা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকবে ওয়ার্নার।’’

লক্ষ্মণ এবং মুডি— দু’জনেই আশাবাদী, জনি বেয়ারস্টো, মার্টিন গাপ্টিল, বিজয় শঙ্করেরা আসায় দল আরও শক্তিশালী হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE