মঙ্গলবার আইপিএলের কোয়ালিফায়ারে মহেন্দ্র সিংহ ধোনি টস জিতে প্রথমে ব্যাট নেন। তার পরে ভরাডুবি ঘটে তাঁর দলের বিখ্যাত ব্যাটিং লাইন আপের।
ধোনিদের রান তাড়া করতে নেমে খুব সহজেই ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে কী করা উচিত ছিল ধোনির? তা নিয়ে তর্ক হতেই পারে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু, তাই বলে আইআইটি-র (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) পরীক্ষায় এমন প্রশ্ন! অনেকেই কল্পনা করতে পারবেন না। আইআইটি মাদ্রাজের অধ্যাপক ভিগনেশ মুথুবিজয়ন তাঁর ছাত্রদের এই প্রশ্নই করেছেন পরীক্ষায়। উদ্দেশ্য হয়তো ধোনির দলকে সাহায্য করা।
তাঁর প্রশ্ন ছিল, দিনরাতের ম্যাচে শিশির বড় ভূমিকা নিতে পারে। আউটফিল্ডে শিশির বেশি পড়লে বল ভিজে যায়।