Advertisement
১০ অক্টোবর ২০২৪
IPL

টস জিতলে ধোনির কি ব্যাটিং নেওয়া উচিত? প্রশ্ন এ বার আইআইটিতে

টস করছেন রোহিত। সঙ্গে ধোনি। ছবি: পিটিআই।

টস করছেন রোহিত। সঙ্গে ধোনি। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৬:১৮
Share: Save:

মঙ্গলবার আইপিএলের কোয়ালিফায়ারে মহেন্দ্র সিংহ ধোনি টস জিতে প্রথমে ব্যাট নেন। তার পরে ভরাডুবি ঘটে তাঁর দলের বিখ্যাত ব্যাটিং লাইন আপের।

ধোনিদের রান তাড়া করতে নেমে খুব সহজেই ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে কী করা উচিত ছিল ধোনির? তা নিয়ে তর্ক হতেই পারে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু, তাই বলে আইআইটি-র (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) পরীক্ষায় এমন প্রশ্ন! অনেকেই কল্পনা করতে পারবেন না। আইআইটি মাদ্রাজের অধ্যাপক ভিগনেশ মুথুবিজয়ন তাঁর ছাত্রদের এই প্রশ্নই করেছেন পরীক্ষায়। উদ্দেশ্য হয়তো ধোনির দলকে সাহায্য করা।

তাঁর প্রশ্ন ছিল, দিনরাতের ম্যাচে শিশির বড় ভূমিকা নিতে পারে। আউটফিল্ডে শিশির বেশি পড়লে বল ভিজে যায়।

আরও পড়ুন: সৌরভের মানসিক দৃঢ়তাই কি দিল্লির দুর্দান্ত জয়ের অন্যতম কারণ?

স্পিনারদের ভিজে বল গ্রিপ করতে এবং স্পিন করাতেও সমস্যা হয়। ফাস্ট বোলাররা ঠিক লেন্থে বল ফেলতে পারেন না। এর ফলে ফিল্ডিং টিম অসুবিধায় পড়ে। আইপিএলে ৭ মে চেন্নাই সুপার কিংস চিপকে কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে নামবে। আবহাওয়া বলছে, ৭ মে চেন্নাইয়ের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭০ শতাংশের মতো। খেলা শুরুর সময়ে তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি। দ্বিতীয় ইনিংস শুরুর সময়ে তাপমাত্রা কমে হবে ২৭ ডিগ্রির মতো।

আরও খবর: জিভাকে অপহরণের ‘হুমকি’, টুইটে সতর্কবার্তা ধোনিকে

আরও খবর: সংসারে আগুন লেগেই পুড়তে হল নাইটদের

এই তথ্যগুলো দিয়ে ছাত্রদের প্রশ্ন করা হয়, ধোনি টস জিতলে কী করবেন? প্রথমে ব্যাট নেবেন? না কি ফিল্ডিং? বৈজ্ঞানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কাছে।

আইআইটি মাদ্রাজের এই প্রশ্ন শেয়ার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও। ছাত্রছাত্রীদের উত্তর অবশ্য জানা যায়নি।

Shout out to Professor Vignesh at @iit_madras for making exams relevant to important, real-life issues! Can anyone help @mahi7781 and @chennaiipl make a decision before the toss tomorrow? (and show your workings 😜) #LoveCricket #Cricket #Madras

A post shared by ICC (@icc) on

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 IIT Madras MS Dhoni Toss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE