Advertisement
২৩ মার্চ ২০২৩
IPL

ফর্মে নেই নাইট তারকা, উদ্বেগের কারণ দেখছেন না কালিস

আইপিএলে ব্যর্থতার জন্য ক্রিকেটবিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস হারাবেন নাইট তারকা।

নাইট তারকা ফর্মে নেই। চিন্তিত নন কালিস। ছবি: এপি।

নাইট তারকা ফর্মে নেই। চিন্তিত নন কালিস। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ১৮:৪৬
Share: Save:

এ বারের আইপিএল কুলদীপ যাদবের কাছে দুঃস্বপ্নের মতো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মইন আলির বেদম মার খেয়ে চোখের জল ফেলেছিলেন কেকেআর-এর এই চায়নাম্যান বোলার।

Advertisement

মাত্র চারটি উইকেট তাঁর ঝুলিতে এ বার। চূড়ান্ত ব্যর্থ কুলদীপকে ছাড়াই কেকেআর এখন মাঠে নামছে। কুলদীপ কেন নেই কেকেআর-এর প্রথম দলে? তাঁকে বাদ দেওয়ার কারণ জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার কালিস। তিনি বলছেন, ‘‘ইডেনে যে উইকেটে খেলতে হয়েছে আমাদের, সেই উইকেটে বল খুব একটা ঘোরে না। এই ধরনের পিচে বল করাটা খুব কঠিন। এই বছরটা খারাপ গিয়েছে কুলদীপের। এর থেকে নিশ্চয় ও শিক্ষা নেবে।’’

আইপিএলে ব্যর্থতার জন্য ক্রিকেটবিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস হারাবেন কুলদীপ। কালিস অবশ্য বলছেন, ‘‘পঞ্চাশ ওভার আর টি টোয়েন্টি ফরম্যাট এক নয়। কুলদীপের খারাপ ফর্ম বিশ্বকাপে প্রভাব ফেলবে না।’’

আরও খবর: চায়নাম্যানের রহস্য ফাঁস? নাইটদের সঙ্গে বিশ্বকাপের আগে চিন্তা বাড়াচ্ছেন কুলদীপ

Advertisement

আরও খবর: সৌরভের দলে বড় ধাক্কা, দেশে ফিরছেন তারকা পেসার

কেন দু’টি ম্যাচে কুলদীপকে প্রথম একাদশে রাখা হয়নি? কালিসের জবাব, ‘‘দলের প্রয়োজনেই কুলদীপকে দু’টি ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি। তবে নেটে খুব পরিশ্রম করছে কুলদীপ। সব ঠিক হয়ে যাবে। বিশ্বকাপে কুলদীপকে আগের মতোই দেখা যাবে।’’ কালিসের কথায় স্বস্তি পেতে পারেন ভারতের ক্রিকেটভক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.