Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এখনও ধোনির মাথায় সব প্রশ্নের উত্তর তৈরি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দল যে আইপিএলে বছরের পর বছর ধরে সমস্যায় পড়েছে, তার কারণ এটাই। বিরাট কোহালি এবং এবি ডিভিলিয়ার্সকে বাদ দিলে ওদের দলের কেউ সে ভাবে নজর কাড়তে পারেনি।

মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দিলে কিন্তু বর্তমান ক্রিকেট দুনিয়ার কোনও বিরাট তারকা চেন্নাইয়ের দলে নেই। ছবি পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দিলে কিন্তু বর্তমান ক্রিকেট দুনিয়ার কোনও বিরাট তারকা চেন্নাইয়ের দলে নেই। ছবি পিটিআই।

কৃষ্ণমাচারী শ্রীকান্ত
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৫:১১
Share: Save:

এ বারের আইপিএলে প্রভাব সৃষ্টি করতে পারার মতো ক্রিকেটারদের দক্ষতার উপর ভর করেই দলগুলোকে জিততে দেখছি। ব্যক্তিগত পারফরম্যান্স বেশি করে তফাত করে দিচ্ছে। যদিও সাধারণ ভাবে মনে করা হয়, খেলায় তারাই জেতে যারা দলগত পারফরম্যান্সে এগিয়ে। বিশেষ করে টুর্নামেন্ট জিততে গেলে তো দল হিসেবে ভাল করাটাই বেশি জরুরি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দল যে আইপিএলে বছরের পর বছর ধরে সমস্যায় পড়েছে, তার কারণ এটাই। বিরাট কোহালি এবং এবি ডিভিলিয়ার্সকে বাদ দিলে ওদের দলের কেউ সে ভাবে নজর কাড়তে পারেনি। এই পর্যায়ের ক্রিকেটে একটা দলকে সফল হতে গেলে যে ধরনের ধারাবাহিকতা প্রয়োজন পড়ে, তা আরসিবি-র সকলে দেখাতে পারেনি। ওদের প্রতিপক্ষরাও তাই জেনে গিয়েছে, বিরাট আর এবি-র পিঠ দেখতে পারলেই ম্যাচ তাদের হাতের মুঠোয় এসে যাবে। দলে কোনও প্রকৃত অলরাউন্ডার না থাকাটাও আরসিবি-কে ভোগাচ্ছে। মইন আলিকে সময় দিতে হবে। টিম ম্যানেজমেন্টের সমর্থনও ওর দরকার। আমি বিশ্বাস করি, সফল হতে গেলে একটা নির্দিষ্ট প্রথম একাদশ গড়ে তুলতে হবে। আরসিবি যদি ওদের ক্রিকেটারদের প্রতি আস্থা দেখিয়ে ওদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে, তা হলে কিন্তু ওরা ভাল খেলবে। ওদের সেই গোলাবারুদ আছে। রবিবার বিরাটরা কী ভাবে ডেভিড ওয়ার্নারদের সানরাইজার্স হায়দরাবাদকে সামলায়, তা দেখার অপেক্ষায় আছি।

রবিবার ফের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আইপিএলের সব চেয়ে ধারাবাহিক দল চেন্নাই। আমি তা দেখে একেবারেই অবাক হচ্ছি না। কত বার যে ওদের ক্রিকেটারেরা অরেঞ্জ আর পার্পল টুপি মাথায় পরেছে, তা গুণে শেষ করা যাবে না। তা ছাড়া তিন বারের চ্যাম্পিয়ন ওরা। এই মুহূর্তে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দিলে কিন্তু বর্তমান ক্রিকেট দুনিয়ার কোনও বিরাট তারকা চেন্নাইয়ের দলে নেই। কিন্তু প্রত্যেক ম্যাচেই দেখা যায়, কেউ না কেউ দারুণ খেলে দেয়। আর বাকি দল সেই কেন্দ্রীয় চরিত্রকে ঘিরে ভাল খেলে। এটাই সিএসকে-র সব চেয়ে বড় শক্তি। এবং, ক্রিকেটজীবনের শেষের দিকে পৌঁছে গেলেও ধোনির মাথায় সব প্রশ্নের উত্তর তৈরি আছে।

চেন্নাইয়ের রবিবারের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস এমন দু’টো ম্যাচ হেরে গেল, যা ওদের জেতা উচিত ছিল। ওরা সব সময়ই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। কাউকে ছেড়ে কথা বলবে না। কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ কী ভাবে শেষ করতে হবে, তা ওরা গুলিয়ে ফেলে। এটাই ওদের ভোগাচ্ছে। সিএসকে-র বিরুদ্ধে সামান্য ভুলচুক করার রাস্তাও কিন্তু থাকবে না। কারণ ধোনির নেতৃত্বে সিএসকে এমন একটা দল, যারা এক ইঞ্চি জমি পেলে সেটাকে এক মাইলে পরিণত করে ফেলবে।

এই সপ্তাহ শেষের ম্যাচগুলি থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব, কোন দল কোথায় দাঁড়িয়ে। কয়েকটি দলের জন্য প্লে-অফ যেন নিত্যকার অভ্যাসে পরিণত হয়েছে। আবার কয়েকটি দলকে রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে কোয়ালিফাই করার জন্য। এ বারেও হয়তো তার ব্যতিক্রম হবে না। তুল্যমূল্য লড়াই শুরু হয়ে গিয়েছে প্লে-অফের চারটি জায়গা নিয়ে। সেই দৌড়ে চেন্নাই এবং রাজস্থান— কারা কোথায় দাঁড়িয়ে, আন্দাজ করার জন্য কোনও পুরস্কার নেই। (টিসিএম)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE