Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ধোনির নেতৃত্বে অভিভূত তাহির

চেন্নাইয়ের এই দক্ষিণ আফ্রিকান স্পিনারের কথায়, ‘‘দলে রয়েছে বিশ্বের সব চেয়ে ঠান্ডা মাথার ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। সেই আমাদের নেতা। আর ধোনির নেতৃত্বে আমরাও একটা শান্ত ও সঙ্ঘবদ্ধ দল।’’

ফুরফুরে: চেন্নাই সুপার কিংসের অনুশীলনের ফাঁকে খোশমেজাজে মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার। পিটিআই

ফুরফুরে: চেন্নাই সুপার কিংসের অনুশীলনের ফাঁকে খোশমেজাজে মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:৫৫
Share: Save:

শান্ত মস্তিষ্কের ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস একটা সঙ্ঘবদ্ধ দল। বলছেন, ইমরান তাহির।

চেন্নাইয়ের এই দক্ষিণ আফ্রিকান স্পিনারের কথায়, ‘‘দলে রয়েছে বিশ্বের সব চেয়ে ঠান্ডা মাথার ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি। সেই আমাদের নেতা। আর ধোনির নেতৃত্বে আমরাও একটা শান্ত ও সঙ্ঘবদ্ধ দল।’’

গত বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) এ বারও শুরুটা করেছে দুর্দান্ত ভাবে। এখনও পর্যন্ত দু’টো ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে তারা। প্রথম ম্যাচে সিএসকে হারায় বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। চিপকের যে ম্যাচে হরভজন সিংহ, ইমরান তাহির ও রবীন্দ্র জাডেজা মিলে আট উইকেট নিয়েছিলেন। তার পরে নয়াদিল্লি গিয়ে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় ছয় উইকেটে জিতে ফিরেছেন তাহিররা। যে প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার এই স্পিনার বলছেন, ‘‘আইপিএলের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এই ছন্দে শুরু করাটা বেশ ভাল ব্যাপার। আশা করছি, আগামী ম্যাচগুলিতেও সে রকম ছন্দে থাকতে পারবে দল।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘প্রাক-আইপিএল অনুশীলনে কঠোর পরিশ্রম করেছে গোটা দল। এখন তার মূল্য পাওয়া যাচ্ছে।’’ রবিবার ঘরের মাঠ চিপকে পরবর্তী ম্যাচ রয়েছে সিএসকের। প্রতিপক্ষ জস বাটলার, স্টিভ স্মিথদের রাজস্থান রয়্যালস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE