অনেকেই ভেবেছিলেন, নিছক রটনা। এপি ঢিল্লোঁ আর তারা সুতারিয়া নাকি একটি রিয়্যালিটি শো-তে আসছেন। তারই প্রচার হিসাবে হয়তো বীর পাহাড়িয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন, সেই সঙ্গে পঞ্জাবি গায়কের সঙ্গে মাখামাখি। বাস্তব বলছে, পুরোটাই সম্ভবত গুঞ্জন নয়। যা রটেছে, তার কিছুটা হলেও বোধহয় ঘটেছে।
অন্তত কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়ের প্রীতিভোজে বীর একাই এসেছিলেন। ধারেপাশে কোথাও নেই তারা! একই প্রীতিভোজের আসরে বিপরীত ছবিও চোখ টেনেছে উপস্থিত বাকি আমন্ত্রিতদের। একদিকে, দিশা পটানী তাঁর চর্চিত প্রেমিক, পঞ্জাবি গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধুর বাহুলগ্না। প্রেমিকাকে পাশে পেয়ে স্বভাব অনুযায়ী মুখোশে মুখ ঢাকতে পর্যন্ত ভুলে গিয়েছিলেন তিনি! অন্য দিকে, পুরো অনুষ্ঠানে একাকী বীর। সঙ্গীবিহীন বীরকে দেখে বিচ্ছেদের গুঞ্জন স্বাভাবিক ভাবেই আরও বেড়েছে।
আরও পড়ুন:
তবে সজ্জায় বা আচরণে ‘স্কাই ফোর্স’ অভিনেতার কোনও জড়তা ছিল না। উৎসবের রাতের রং কালো। বীর নিজেকে তাই সাজিয়েছিলেন কালো পোশাকে। অনুষ্ঠানে এসে তিনি নূপুরকে জড়িয়ে ধরেন। শুভেচ্ছা জানান গায়ক স্বামী স্টেবিন বেনকে। বাকি আমন্ত্রিতদের সঙ্গেও বীরকে হাসিঠাট্টায় মাততে দেখা যায়।