আর অশ্বিনের মাঁকড়ীয় আউট নিয়ে নিজেদের মতামতে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেল ক্রিকেটের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। তারা জানিয়ে দিল, এ ক্ষেত্রে জস বাটলারকে যে ভাবে আউট করেছেন অশ্বিন, তা ক্রিকেটের স্পিরিট মেনে হয়নি।
গত সোমবার জয়পুরে রাজস্থানের ব্যাটসম্যান বাটলারকে নন-স্ট্রাইক প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার পরে বল করতে আসা অশ্বিন রান আউট করেন। অশ্বিন অপেক্ষা করেছিলেন বাটলারের ক্রিজ ছাড়ার, তার পরেই বেল ফেলে দেন। ক্রিকেটের ইতিহাসে যে ধরনের আউট পরিচিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনু মাঁকড়ের নামে ‘মাঁকড়ীয় আউট’। তবে অনেকেই মনে করেন এই ধরনের আউট খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দেয় না। এক বার অন্তত আউট করার আগে ব্যাটসম্যানকে সতর্ক করে দেওয়া উচিত। এই আউট নিয়ে এর আগে এমসিসি বলেছিল, ‘‘বাটলারকে আউট করার আগে অশ্বিনকে এক বার সতর্ক করে দিতেই হত, আইনে এমন কোনও কথা লেখা নেই। তা ছাড়া সময়ের আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সুবিধে নেওয়ার চেষ্টা করা ব্যাটসম্যানকে মাঁকড়ীয় আউটও ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে নয়।’’
সেই অবস্থান পাল্টে এমসিসির ম্যানেজার অফ দ্য ল, ফ্রেসার স্টুয়ার্ট ইংল্যান্ডের মিডিয়ায় বৃহস্পতিবার জানিয়েছেন, ‘‘ঘটনাটার ভিডিয়ো বারবার দেখার পরে আমাদের মনে হয়ছে এই আউটের ক্ষেত্রে ক্রিকেটের স্পিরিট মানা হয়নি। আমাদের বিশ্বাস, ক্রিজে পৌঁছনোর পরে অনেকটা সময় নিয়েছিল অশ্বিন। ততক্ষণে বলটা করার আশা করাই স্বাভাবিক। বাটলার যখন ধরে নিয়েছিল বলটা ডেলিভারি হচ্ছে, তখন ও ক্রিজেই ছিল। তবে অশ্বিন বলটা করতে দেরি করলেও বাটলার কিন্তু সে রকম মরিয়া চেষ্টা করেনি ক্রিজে ফেরার।’’