Advertisement
০৭ ডিসেম্বর ২০২৪
IPL

চিন্তা বাড়াচ্ছেন চেন্নাইয়ের এই তারকা, অবসর নিতে বলছে সোশ্যাল মিডিয়া

আইপিএলে খেলতে আসার আগে তারকা ব্যাটসম্যানের ব্যাট কথা বলেছে। আইপিএলে এসে ফিকে দেখাচ্ছে তাঁকে।

চেন্নাই সুপার কিংস শিবিরে চিন্তা বাড়াচ্ছে ওয়াটসনের ফর্ম। ছবি: চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজ থেকে।

চেন্নাই সুপার কিংস শিবিরে চিন্তা বাড়াচ্ছে ওয়াটসনের ফর্ম। ছবি: চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজ থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৩:৩৫
Share: Save:

চেন্নাই সুপার কিংসের সুখের প্রাসাদে এখন চিন্তা শুধু শেন ওয়াটসনকে নিয়ে। এ বারের আইপিএলে অজি ক্রিকেটারকে লক্ষ্যণীয় ভাবে ফিকে দেখাচ্ছে।

শুরু করতে পারছেন না। শুরু করলেও বড় স্কোর করতে পারছেন না। ১০টি ইনিংস থেকে ওয়াটসনের সংগ্রহ মাত্র ১৪৭ রান। গড় ১৪.৭০। স্ট্রাইক রেট ১১২ .২১। ওপেন করতে নেমে ওয়াটসন ডট বল বেশি খেলে ফেলছেন। টপ অর্ডার নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারায় পরের দিকে চাপে পড়ে যাচ্ছেন অম্বতি রায়ুডু ও মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং স্বীকার করে নিয়েছেন তা। মাইকেল হাসি অবশ্য ওয়াটসনের পাশে দাঁড়িয়ে বলছেন, নেটে ব্যাটে বলে ঠিকঠাকই কান্টেক্ট করছেন ওয়াটসন।

এখনও পর্যন্ত শুধুমাত্র ব্যাটসম্যান ওয়াটসনকেই চাইছেন ধোনি। বল হাতে এই অজি তারকাকে একবারও ব্যবহার করেনি চেন্নাই। ফলে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে দাবি উঠছে ৩৮ বছরের ডানহাতি এই অলরাউন্ডারকে বাদ দেওয়ার। অবসরের দাবিও উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: ধোনি ধামাকা

আরও পড়ুন: ফর্মের জন্য বিশ্রামে কুলদীপ, কার্তিক খেলে চলেছেন কী ভাবে

অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। আইপিএলে খেলতে আসার আগে ওয়াটসন দারুণ ব্যাটিং করেছেন। বিগ ব্যাশে সবচেয়ে বেশি বয়সে হিসাবে শতরান করার নজির গড়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে ১২টি ইনিংস থেকে ৪৩০ রান করেছেন ওয়াটসন। আইপিএলে এসে ওয়াটসন কেমন যেন গুটিয়ে গিয়েছেন। ওয়াটসনের পারফরম্যান্স এখন চিন্তার কারণ সিএসকে-র।

ক্যাপ্টেন ধোনি আবার দল পরিবর্তন করতে চান না। একই দল ধরে রাখতে চান ধুরন্ধর অধিনায়ক। ওয়াটসনকে টানা সুযোগ দেওয়ায় ডাগ আউটে বসে থাকতে হচ্ছে স্যাম বিলিংস ও মুরলী বিজয়কে। চেন্নাই সুপার কিংস কি দলে পরিবর্তন আনবে? আজ, মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াটসনের বদলে কি স্যাম বিলিংস অথবা মুরলী বিজয়ের মধ্যে কাউকে ব্যবহার করবেন ধোনি? জবাব মিলবে ম্যাচ শুরু হলে।

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 CSK Shane Watson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy