IPL 2019: Probable eleven of Kolkata Knight Riders against Mumbai Indians dgtl
URL Copied
খেলা
জিতলেই প্লে অফ, মুম্বই ম্যাচে দলে কি একটি পরিবর্তন করছে কেকেআর?
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৫ মে ২০১৯ ০৭:৩৭
Advertisement
১ / ১২
ফের মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি নাইট বাহিনী। প্লে অফে যেতে গেলে আজ জিততেই হবে কলকাতাকে। তাই আজ আগ্রাসী মেজাজে নামার পরিকল্পনায় কেকেআর। তারা যদি মুম্বইকে হারায়, তা হলে ১৪ পয়েন্ট হয়ে যাবে। তাদের প্রতিদ্বন্দ্বীরা সকলেই পয়েন্টে পিছিয়ে থাকবে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কোন ১১ জন যোদ্ধা নিয়ে মাঠে নামবে তাঁরা?
২ / ১২
ওপেন করার কথা ক্রিস লিনেরই। লিন বড় রান তুলে দিতে পারলে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে থাকবে নাইট রাইডার্স। গত ম্যাচে চমৎকার খেলেছেন লিন।
Advertisement
Advertisement
৩ / ১২
ম্যাচ পরিত্যক্ত হলেও ১৩ পয়েন্ট নিয়ে প্লে-অফে চলে যাবে কেকেআর। দু’নম্বরে থাকতে পারেন শুভমন গিল। প্রথম দিকে নামলে দলের ক্ষেত্রে দ্রুত রান তুলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। গত ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনিই।
৪ / ১২
তিন নম্বরে নামতে পারেন বাহুবলী আন্দ্রে রাসেল। দলের অন্যতম ভরসার জায়গা তিনি। বড় রানের লক্ষ্যমাত্রা গড়ে দিতে পারলে কলকাতা নাইট রাইডার্সের কোনও চিন্তা থাকবে না।
Advertisement
৫ / ১২
চার নম্বরে নামতে পারেন দলের অধিনায়ক দীনেশ কার্তিক। অনেক বিতর্ক থাকলেও মরণ-বাঁচন ম্যাচে কার্তিকের মতো উইকেটকিপার ব্যাটসম্যানই বড় ভরসা। গত ম্যাচে তাঁর ক্যামিও দলের জয়ে কাজে এসেছে।
৬ / ১২
পাঁচ নম্বরে নামতে পারেন সুনীল নারাইন। তিনি দ্রুত রান তুলতে সক্ষম। নারাইনের ঝোড়ো ইনিংস বিপক্ষের বোলারদের ভয় পাওয়াতে পারবেন বলেই আশা নাইটদের। স্পিনার হিসাবেও তিনি যথেষ্ট দক্ষ।
৭ / ১২
ছয় নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। প্রথম দিকের ম্যাচে তাঁর ব্যাটে ভর করে জয়ের মুখ দেখেছিল কেকেআর। মিডল অর্ডারের বড় ভরসা হতে চলেছেন তিনি।
৮ / ১২
সাত নম্বরে নামতে পারেন রবীন উথাপ্পা। গত ম্যাচে খুব একটা খারাপ খেলেননি তিনি। তবে দ্রুত রান তুলতে পারেন বলে প্রথমে নয় পরের দিকে তাঁকে নামাতে পারে নাইটরা।
৯ / ১২
আট নম্বরে নামতে পারেন আলিগড়ের ছেলে রিঙ্কু সিংহ। প্রয়োজনে দ্রুত রান তুলে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
১০ / ১২
নয় নম্বরে নামতে পারেন কুলদীপ যাদব। গত ম্যাচে খেলেননি। কিন্তু চায়নাম্যানের ভেল্কিকেই রোহিত শর্মার মুম্বই বধের অন্যতম চাবিকাঠি হিসাবে নিশ্চয়ই ব্যবহার করতে চাইবে নাইট শিবির।
১১ / ১২
দশ নম্বরে নামতে পারেন হ্যারি গার্নি। মুম্বইয়ের সঙ্গে ম্যাচে রোহিত শর্মার জরুরি উইকেটটি তিনিই নিয়েছিলেন। ওয়াংখেড়ের পিচে বোলার হিসাবে অন্যতম ভরসা তিনি নাইট বাহিনীর কাছে।
১২ / ১২
সন্দীপ ওয়ারিয়র থাকতে পারেন ১১ নম্বরে। গত ম্যাচে তাঁর বোলিংও ছিল কেকেআরের জয়ের অন্যতম কারণ। গেল ও রাহুলকে ফিরিয়ে জয়ের পথ সহজ করেন তিনি। তাই সন্দীপের বাদ পড়ার কথা নয়।।