Advertisement
E-Paper

হ্যাটট্রিকের নায়ক কারেন কৃতজ্ঞ শামির কাছে

সোমবার মোহালিতে রুদ্ধশ্বাস জয় উপহার দেওয়ার পরে কিংস ইলেভেন পঞ্জাব শিবিরের সেরা আকর্ষণে পরিণত হয়েছেন স্যাম কারেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৬:০৫
উৎসব: নায়ক স্যাম এবং প্রীতি জ়িন্টাকে নিয়ে নিজস্বী শামির। ছবি: টুইটার।

উৎসব: নায়ক স্যাম এবং প্রীতি জ়িন্টাকে নিয়ে নিজস্বী শামির। ছবি: টুইটার।

আইপিএলে প্রথম হ্যাটট্রিকের জন্য তিনি যেমন নিজেকে ভাগ্যবান মনে করেন, তেমনই সোমবার দুর্দান্ত ফর্মে থাকা কলিন ইনগ্রামের ক্যাচ যে ভাবে পরিবর্ত ফিল্ডার হিসেবে নামা করুণ নায়ার তালুবন্দি করেছিলেন, তার জন্য সতীর্থের কাছে কৃতজ্ঞ।

বিনয়ী সেই তারকার নাম? স্যাম কারেন, যিনি সোমবার মোহালিতে রুদ্ধশ্বাস জয় উপহার দেওয়ার পরে কিংস ইলেভেন পঞ্জাব শিবিরের সেরা আকর্ষণে পরিণত হয়েছেন। সোমবার ম্যাচের পরে তাঁর সাক্ষাৎকার নেন সতীর্থ মনদীপ সিংহ। সেখানে অকপট কারেন বলেছেন, ‘‘ইনগ্রামের ক্যাচটা নায়ার যে ভাবে নিয়েছিল, সেটাতে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। সত্যি বলতে, ওই ডেলিভারির সময়ে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। বলটা সোজা ইনগ্রামের ব্যাটের উপরে গিয়ে পড়েছিল।’’

তবে সেখানেই থামছেন না কারেন। ভারতীয় পেসার মহম্মদ শামির কাছেও কৃতজ্ঞ তিনি। ২০ বছরের ইংল্যান্ড অলরাউন্ডার বলেছেন, ‘‘সত্যি বলতে, শামি যে ডেলিভারিতে ঋষভের উইকেট ভেঙে দিল, সেটাই আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। অসাধারণ বল করেছে শামি। পাশাপাশি অশ্বিনও দারুণ একটা রান আউট করল। আমার তখন মনে হয়েছিল, এই জায়গা থেকে ম্যাচ বার করা সম্ভব।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

২.২-০-১১-৪। এমনই ঈর্ষাজনক পরিসংখ্যানের মালিক জানিয়ে দিয়েছেন, হ্যাটট্রিক নিয়ে আদৌ কোনও রকম ভাবনাচিন্তা করেননি। কারেন বলেছেন, ‘‘আমি ইংল্যান্ড দলে অলরাউন্ডার হিসেবে খেলি। ফলে আমার শুরু থেকে লক্ষ্য ছিল, ব্যাট হাতেও দলকে সাহায্য করতে হবে। সেটা করার চেষ্টা করেছি। পরে যখন অশ্বিন আমার হাতে বল তুলে দেয়, নিজেকে বলেছিলাম কোনও অবস্থাতেই বাজে রান খরচ করা যাবে না।’’

১৮ নম্বর ওভারের শেষ বলে হর্যল পটেলের উইকেট। ২০ নম্বর ওভারের প্রথম দু’বলে কাগিসো রাবাডা এবং সন্দীপ লামিছানের উইকেট। কী ভাবে সেই স্বপ্নের বোলিংকে ব্যাখ্যা করবেন তিনি? মনদীপের প্রশ্নের জবাবে কারেন বলেছেন, ‘‘ওই যে আগেই বলেছিলাম, আমার প্রধান লক্ষ্য ছিল বাজে রান খরচ করা যাবে না।’’ তিনি আরও বলেছেন, ‘‘রাবাডার দুর্বলতা কোথায়, সেটা আমি জানতাম। ফলে ঠিক করে নিয়েছিলাম, বলটা ওর ব্যাট এবং পায়ের ফাঁকে রাখতে হবে।’’ কারেন জানিয়েছেন, ব্যাট হাতেও এ বার দুর্দান্ত একটা ইনিংস খেলতে চান। বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে ব্যাটিংয়েও জোর দিয়েছি। এই আইপিএলে সেটাও কাজে লাগাতে হবে।’’

IPL 2019 Cricket Sam Curran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy