Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হার্দিক বলছেন, সাত মাস ছিল সব চেয়ে কঠিন

চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ বলে ২৫ রান করার পরে তিন উইকেটও নেন হার্দিক। প্রথমে চোট তাঁকে মাঠ থেকে ছিটকে দেয়। তার পরে এক টিভি শোয়ে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন হার্দিক।

 তৃপ্ত: ম্যাচের সেরার স্মারক হাতে মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য। টুইটার

তৃপ্ত: ম্যাচের সেরার স্মারক হাতে মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৫:১৪
Share: Save:

বিতর্ক এবং চোটে জর্জরিত হার্দিক পাণ্ড্য নতুন করে জীবন ফিরে পেলেন ওয়াংখেড়েতে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতিয়ে উঠে এই অলরাউন্ডার জানিয়েছেন, শেষ সাতটা মাস তাঁর জীবনের কঠিনতম সময় ছিল।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বুধবার ব্যাটে-বলে সফল হয়ে ম্যাচের সেরা হয়েছিলেন হার্দিক। পুরস্কার অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘গত সাত মাসে আমি প্রায় খেলিইনি। ওই সময়টা সহজ ছিল না। বুঝতে পারছিলাম না, কী করব। শুধু লড়াই করে গিয়েছি। নিজের খেলাকে উন্নত করতে চেয়েছি। দলকে এই ভাবে ম্যাচ জেতাতে পেরে দারুণ লাগছে।’’

চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ বলে ২৫ রান করার পরে তিন উইকেটও নেন হার্দিক। প্রথমে চোট তাঁকে মাঠ থেকে ছিটকে দেয়। তার পরে এক টিভি শোয়ে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন হার্দিক। এই অলরাউন্ডার এখন বলেছেন, ‘‘চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছিলাম। তার পরে বিতর্কে জড়িয়ে পড়ি। আমি ম্যান অব দ্য ম্যাচের এই পুরস্কার উৎসর্গ করতে চাই পরিবার আর বন্ধুদের, যারা জীবনের সব চেয়ে কঠিন সময়ে পাশে ছিল।’’

মাঠে ফেরার পরে নিজের লক্ষ্যও আপাতত স্থির করে ফেলেছেন হার্দিক। ‘‘আইপিএলে ভাল খেলতে চাই এবং ভারতের বিশ্বকাপ জয় নিশ্চিত করতে চাই,’’ বলেছেন হার্দিক। তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স চারটে ম্যাচের মধ্যে দুটোতে জিতেছে, দুটোতে হেরেছে। চেন্নাইয়ের বিরুদ্ধেও একটা সময় খারাপ জায়গায় ছিল তারা। কিন্তু হার্দিকের ঝোড়ো ইনিংস রোহিত শর্মার দলকে বাঁচিয়ে দেয়। তাঁর ইনিংসে তিনটে ছয় মেরেছিলেন হার্দিক, যার মধ্যে একটি ছয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হইচই হচ্ছে।

মহেন্দ্র সিংহ ধোনির সামনে হার্দিকের ব্যাট থেকে পাওয়া গিয়েছিল ‘হেলিকপ্টার শট’। যে শট নিয়ে হার্দিক বলেছেন, ‘‘ওই শটটা মেরে একটা দারুণ অনুভূতি হয়েছিল। এই হেলিকপ্টার শট মারাটা অনেক দিন ধরে অভ্যাস করেছি। ম্যাচে ওই শটটা মেরে বেশ গর্ব বোধ করেছি। আশা করেছিলাম, ধোনি এসে হয়তো বলবে, দারুণ শট। সাধারণত বোলাররা আমার স্টাম্পে বল করতে ভালবাসে। তাই এই শটটা খেলা মোটেই সোজা ছিল না।’’

ধোনিকে দেখে দেখেই যে এই হেলিকপ্টার শট মারাটা রপ্ত করেছেন তিনি, তা জানিয়েছেন হার্দিক। তাঁর মন্তব্য, ‘‘সবার কাছেই ধোনি অনুপ্রেরণা। আমরা ওর অনেক শটই নকল করার চেষ্টা করি। হেলিকপ্টার শটটা সে রকমই একটা। ঠিকঠাক যে শটটা মারতে পারলাম, তাতেই আমি খুশি।’’ হার্দিক আরও জানিয়েছেন, মাঠের বাইরে থাকার সময়টা তিনি অনুশীলন আর জিমে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। যার ফলটা এখন মাঠে পাওয়া যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE