Advertisement
E-Paper

সম্মান করলেও শুধু পন্থ নিয়ে ভাবছেন না ফ্লেমিং

রবিবার মুম্বইয়ে গিয়ে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগ্রাসী ৭৮ রান করে এ বারের আইপিএলে অনেক বিশেষজ্ঞের নজর কেড়ে নিয়েছেন ঋষভ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৪:১৮
মানবিক: চেন্নাই বিমানবন্দরে খুদে ভক্তের সঙ্গে ধোনি। টুইটার

মানবিক: চেন্নাই বিমানবন্দরে খুদে ভক্তের সঙ্গে ধোনি। টুইটার

ঋষভ পন্থকে নিয়ে বেশি ভেবে দলের মনঃসংযোগ নষ্ট করতে চায় না চেন্নাই সুপার কিংস।

রবিবার মুম্বইয়ে গিয়ে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগ্রাসী ৭৮ রান করে এ বারের আইপিএলে অনেক বিশেষজ্ঞের নজর কেড়ে নিয়েছেন ঋষভ। মঙ্গলবার ঋষভের দল দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। যারা প্রথম ম্যাচে হারিয়েছে বিরাট কোহালি, এ বি ডি ভিলিয়ার্সদের রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

সেই ম্যাচের আগে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দিচ্ছেন, ঋষভকে গুরুত্ব দিলেও অহেতুক সমীহ করতে নারাজ চেন্নাই। এ দিন ফ্লেমিং বলেন, ‘‘একটা প্রতিযোগিতায় খেলতে নামলে অনেক ক্রিকেটারকেই গুরুত্ব দিতে হয়। ঋষভ পন্থ আমাদের চোখে তেমনই এক জন ক্রিকেটার। অন্য দলগুলোতে এ রকম আরও অনেক ক্রিকেটার রয়েছে, যাদের আমরা গুরুত্ব দিই।’’ চেন্নাই কোচ সঙ্গে যোগ করেন, ‘‘একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনও বিশেষ খেলোয়াড়কে নিয়ে যেন অতিরিক্ত পরিকল্পনা না করা হয়। ঋষভ ভারতের অন্যতম সেরা প্রতিভা হতে পারে, কিন্তু আমরা ওকে মাথায় রেখেই রণনীতি সাজাচ্ছি না। কারণ, দিল্লির দলে শিখর ধওয়ন, অধিনায়ক শ্রেয়স আইয়ার ও কলিন ইনগ্রামরা রয়েছে। আমার মতে, বিপক্ষের দুর্বলতা খুঁজে না বসে থেকে, সেখানে আঘাত করতে হবে। আমরা চেন্নাইয়ের শক্তির দিক ভেবেই পরিকল্পনা সাজাচ্ছি।’’

চিপকে স্পিন বিভাগকে কাজে লাগিয়ে আরসিবির বিরুদ্ধে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে এসেছিল সিএসকে। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের মাঠ ফিরোজ শাহ কোটলায় ফের চেন্নাই স্পিনের টোটকায় কামাল করতে পারে কি না তা জানতে চাইলে ফ্লেমিং বলেন, ‘‘আগের ম্যাচে সমস্যা হয়েছে ব্যাটসম্যানদের। বরং ভাল করেছিল বোলাররা। ওই ম্যাচে স্পিনারদের ব্যবহার করা আমাদের একটা রণনীতি ছিল। আমাদের দলে ভাল পেসারও রয়েছে। কাজেই আগে পরিবেশ ও পরিস্থিতি দেখতে হবে। তার পরে দল গঠনের জন্য সঠিক কম্বিনেশন ঠিক করব আমরা।’’

ক্রিকেট মহলে অনেকেই ইদানীং বলে থাকেন, চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তাঁর ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন। ফ্লেমিং যদিও এই বিতর্কে ঢুকতে নারাজ। বরং তিনি বলে যান, ধোনিকে তিনি ২০১৯ বিশ্বকাপে দেখতে মুখিয়ে রয়েছেন। সিএসকে কোচ বলেন, ‘‘আশা করছি বিশ্বকাপে ভারতীয় দলে থাকবে ধোনি। আর সেটা ও থাকবেও। তবে তার পরে কী হবে সে ব্যাপারে ধোনির সঙ্গে কোনও আলোচনা হয়নি। চাইব, খেলোয়াড় জীবনের শেষ দিন পর্যন্ত সিএসকে-র হয়ে খেলে যাক ধোনি। ও অনুশীলনে মন-প্রাণ ঢেলে দেয়। ম্যাচে নিজেকে নিংড়ে দেয়। তা ছাড়া। খেলাটা উপভোগ করে ও। সেটা সব থেকে গুরুত্বপূর্ণ।’’

দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে অনিবার্য ভাবে উঠে এসেছে চেন্নাইয়ের প্রথম ম্যাচের সেরা হরভজন সিংহের প্রসঙ্গ। যে ব্যাপারে ফ্লেমিং বলেন, ‘‘প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে হরভজন। অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ। দিল্লি দলে বেশ কয়েকজন বাঁ হাতি ব্যাটসম্যান রয়েছে। সেটা মাথায় রাখছি আমরা।’’

বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গার সম্ভাব্য দাবিদার অম্বাতি রায়ডু। তাঁর সম্পর্কে সিএসকে কোচ বলছেন, ‘‘খোলা মনে খেলে যাক রায়ডু। গত ম্যাচে পেসারদের উড়িয়ে রান করতে দেখলাম ওকে। সে ভাবেই আইপিএলে দেখতে চাই রায়ডুকে।’’

Cricket IPL 2019 Stephen Fleming Rishabh Pant CSK Delhi Capitals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy