আইপিএল শুরুর আগে যে দিন সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হয়েছিলেন, সে দিন থেকেই ছিল জল্পনাটা। যা আরও প্রকট হয় আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি প্রকাশের পরে।
শোনা গিয়েছিল, ১২ এপ্রিল ইডেনে দাদা বনাম শাহরুখ ম্যাচে গ্যালারি এই দু’জনের সমর্থনে ভাগ হয়ে যাবে। ঠিক যেমন হয়েছিল সাত বছর আগে ২০১২ সালে। যখন বর্তমান সিএবি প্রেসিডেন্ট ও দিল্লি ক্যাপিটালস উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পুণে ওয়ারিয়র্সের হয়ে। কিন্তু সেই জল্পনা সত্যি হল কোথায়? শুক্রবার সন্ধ্যায় ইডেন ছিল কেকেআর সমর্থকে পূর্ণ। কেকেআর সমর্থকেরা অনেক আশা নিয়ে দলে দলে মাঠে ভিড় জমিয়েছিলেন, দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে সুপার ওভারে হারের বদলা নেওয়ার জন্য।
কিন্তু শেষ পর্যন্ত সাত বল বাকি থাকতেই দিল্লির কাছে হেরে হতাশ কলকাতা। সৌরভ অবশ্য এ দিন ইডেন কেকেআর সমর্থকে পূর্ণ থাকা নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং বলেন, ‘‘আমরা তো ওদের বিরুদ্ধে দু’বার জিতলাম।’’ সৌরভের কাছে প্রশ্ন ছুটে গিয়েছিল, তা হলে কি সিএবি প্রেসিডেন্ট দিল্লির উপদেষ্টা হিসেবে ইডেনের উইকেট ভাল পড়তে পেরেছিলেন? জবাবে সৌরভ বলে যান, ‘‘কেকেআর তো এই উইকেটে বেশি খেলে।’’
কেকেআর শিবিরে অবশ্য হারের পরে পিচ নিয়ে অসন্তোষ রয়েছে। তবে সরাসরি তাঁরা কেউ এ ব্যাপারে ম্যাচের পরে অভিযোগ করেননি। অধিনায়ক দীনেশ কার্তিকও দলের হারে হতাশ। তিনি বলে গেলেন, ‘‘সুনীল নারাইন হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলেনি। তার উপর বোলাররা আজ ভাল খেলতে পারেনি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘পিচ ব্যাটসম্যান সহায়ক ছিল। তার উপর আউটফিল্ডে বল জোরে যাচ্ছিল। এই উইকেটে ১০-১৫ রান কম করেছিলাম আমরা। তার খেসারত দিতে হল।’’
নারাইনের না খেলার সম্পর্কে কেকেআর অধিনায়ক বলে যান, ‘‘নারাইনের না খেলাটা আজ বড় হয়ে দাঁড়াল। নারাইন বল হাতে দুরন্ত। তা পেলাম না। সে রকমই ব্যাট হাতে নারাইনের দ্রুত রানটাও আসেনি। সব চেয়ে যেটা বড় ব্যাপার, তা হল ওর অভিজ্ঞতাটা। শান্ত মাথায় অতীতে নারাইন অনেক ম্যাচ জিতিয়েছে আমাদের। যেটা আমাদের কাজে লাগত আজ।’’ তবে কেকেআর অধিনায়ক খুশি শুভমনের ইনিংস নিয়ে। বললেন, ‘‘শুভমন পরিস্থিতি ভাল কাজে লাগাল। ও সাত নম্বরে নেমে ম্যাচ শেষ করে। সে ভাবেই ওর মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু আজ নতুন ভূমিকায় নিজের ব্যাটিংয়ের মান দেখিয়ে দিল শুভমন। সুযোগটা পেয়ে দারুণ কাজে লাগাল।’’
এ দিন আন্দ্রে রাসেল চোট পেয়েছিলেন। সেই চোট যে গুরুতর নয়, তা হোটেলে ফেরার পথে বলে যান কেকেআর অধিনায়ক। বলেন, ‘‘চোট তেমন গুরুতর নয়।’’
সৌরভ এ দিন ইডেনে দিল্লির অনুশীলনের সময় মাঠে নামতে হইচই হয়েছিল বটে। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বরং গোটা স্টেডিয়াম জুড়েই দাপাচ্ছিলেন কেকেআর সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল তাঁদের।