Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Andre Russell

একঘেয়ে লাগলেই এটা করেন রাসেল, এটাই তাঁর বিগ হিটিং ফর্মুলাও

রোমহর্ষক ম্যাচের পরে রাসেল ও রবিন উথাপ্পা মাঠের ভিতরেই আলাপচারিতায় মেতে ওঠেন। সেই আলোচনায় উঠে এসেছে খবরের ভিতরের সেই খবর।

রাসেলের শক্তির উৎস কী? রহস্য ফাঁস করলেন নাইট অলরাউন্ডার। ছবি: কেকেআরের ফেসবুক পেজ থেকে।

রাসেলের শক্তির উৎস কী? রহস্য ফাঁস করলেন নাইট অলরাউন্ডার। ছবি: কেকেআরের ফেসবুক পেজ থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৭:২৭
Share: Save:

আন্দ্রে রাসেলের ‘বিগ হিটিং’-এর রহস্য কী? রবিবার কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের অব্যবহিত পরেই সেই রহস্য ফাঁস করেন স্বয়ং ক্যারিবিয়ান অলরাউন্ডার।

রোমহর্ষক ম্যাচের পরে রাসেল ও রবিন উথাপ্পা মাঠের ভিতরেই আলাপচারিতায় মেতে ওঠেন। সেই আলোচনায় উঠে এসেছে খবরের ভিতরের সেই খবর। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের পেশি ঠিকরে বেরোচ্ছে। তাঁর মিস টাইমড শটও আছড়ে পড়ে গ্যালারিতে।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

ক্যারিবিয়ান ক্রিকেটারকে আদর করে ভক্তরা বলেন, ‘মাসল রাসেল।’’ এ হেন রাসেল বলছেন, ‘‘হোটেল রুমে একঘেয়ে লাগলেই ৩০০টা করে পুশ-আপ দিয়ে থাকি।’’ রাসেলের একঘেয়ে জীবনে পুশ-আপ রং এনে দেয়। এই ধরনের কসরত নাইট অলরাউন্ডারকে উজ্জীবিত করে তোলে।

আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন ভক্তকে কী দিলেন রাসেল, দেখুন ভিডিয়ো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টুইটার পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে উথাপ্পা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাসেলকে, ‘‘শুনেছি একঘেয়েমি গ্রাস করলেই তুমি ৩০০টা করে পুশ আপ দাও। এটা কি সত্যি?’’

পাহাড়প্রমাণ পেশির নেপথ্য কারণ ফাঁস করতে এক মুহূর্ত সময় খরচ করেননি রাসেল। এই ‘মাসল পাওয়ার’-এর জন্যই ব্যাটে বলে সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই বল উড়ে যায় স্টেডিয়ামের বাইরে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 KKR Push Ups Andre Russell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE