মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতে প্লে-অফে যাওয়ার আশা এখনও টিকিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। এখনও দু’ম্যাচ বাকি। তার দু’ম্যাচেই জিততে হবে নাইটদের। অন্য দিকে তিন ম্যাচের মধ্যে সানরাইজার্স হায়দরাবাদকে হারতে হবে দু’টি ম্যাচে।
আজ, হায়দরাবাদে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে যে জিতবে, তাদের হবে ১২ পয়েন্ট। কিন্তু এই পঞ্জাবের বিরুদ্ধেই পরের ম্যাচ কলকাতার। সেখানে জিততে পারলে অনেক এগিয়ে যাবে কেকেআর। কিন্তু তার পরে সব ক’টি ম্যাচই হারতে হবে পঞ্জাব ও হায়দরাবাদকে। কিন্তু রাজস্থান রয়্যালসকেও একটির বেশি জিতলে চলবে না। তবেই ক্ষীণ আশা থাকবে নাইটদের।
টানা ছয় ম্যাচ হেরে বিধ্বস্ত নাইট শিবিরে একটিই মন্ত্র কাজ করছিল, শেষ তিন ম্যাচ তাঁদের কাছে নতুন আইপিএল। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে নেমেছিল নাইট রাইডার্স। ওপেন করতে যাওয়ার সময় শুভমনকে বলে দেওয়া হয়েছিল, অতিরিক্ত ব্যাটসম্যান আছে। তাই শুরু থেকেই চালিয়ে খেলার স্বাধীনতা পাওয়া যাবে।