Advertisement
১৯ এপ্রিল ২০২৪
IPL 2020

দিল্লিকে ১৫ রানে হারিয়ে প্রথম জয় হায়দরাবাদের

এ বারের আইপিএলে শুরুটা ভাল করেনি হায়দরাবাদ। এ দিন ডেভিড ওয়ার্নারের দল ঘুরে দাঁড়াল। সব বিভাগেই তারা টেক্কা দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

আবু ধাবিতে শেষ হাসি তোলা থাকল রশিদ খানদের জন্য।

আবু ধাবিতে শেষ হাসি তোলা থাকল রশিদ খানদের জন্য।

সংবাদ সংস্থা
আবু ধাবি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৩
Share: Save:

ঘুরে দাঁড়াল সানরাইজার্স হায়দরাবাদ। পর পর দু' ম্যাচ হেরে লিগ টেবলের তলানিতে চলে গিয়েছিল তারা। মঙ্গলবার প্রথম জয় পাওয়ায় ছ' নম্বরে উঠে এলেন ডেভিড ওয়ার্নাররা। সবার শেষে এখন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এ দিন হেরে যাওয়ায় জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের।আবু ধাবিতে হায়দরাবাদের কাছে ১৫ রানে আত্মসমর্পণ করতে হল শ্রেয়াস আইয়ারের দলকে।

এ দিন টস জিতে শ্রেয়াস আইয়ার প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদকে। দিল্লির বোলাররা শুরুর দিকে স্ট্রোক খেলার জায়গাই দেননি ওয়ার্নার ও বেয়ারস্টোকে। রানের গতিও সে ভাবে বাড়াতে পারেননি দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৫ রান করে অমিত মিশ্রর বলে আউট হন। মণীশ পাণ্ডেও (৩) অমিত মিশ্ররই শিকার।

হায়দরাবাদ ১৬২ রানে পৌঁছয় বেয়ারস্টো ও কেন উইলিয়ামসনের জন্য। এ বারের আইপিএলে এ দিনই প্রথম ম্যাচ খেললেন উইলিয়ামসন। তিনি নামার পরেই রানের গতি বাড়ে হায়দরাবাদের। কিউয়ি ব্যাটসম্যান ২৬ বলে ৪১ রান করেন। বেয়ারস্টো ৫৩ করায় হায়দরাবাদ তোলে চার উইকেটে ১৬২ রান।

আরও পড়ুন: ‘৫০০ ম্যাচ খেলেছি, যার সঙ্গে খুশি কথা বলতে পারি’

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমার আউট করেন পৃথ্বী শকে (২)। ম্যাচ জিততে হলে নিয়মিত ব্যবধানে উইকেট তুলতেই হতো হায়দরাবাদকে। সেই কাজটাই করেন রশিদ খান-ভুবনেশ্বর কুমাররা। রশিদ বল করতেই এসেই ফিরিয়ে দেন শ্রেয়াসকে (২১ বলে ১৭)।অভিজ্ঞ শিখর ধওয়নও (৩৪) রশিদ খানেরই শিকার।

ঋষভ পন্থ ও হেটমায়ার দ্রুত গতিতে রান তুলছিলেন। ১২ বলে চটজলদি ২১ রান করার পরে ভুবির বলে ফেরেন ক্যারিবিয়ান বাঁ হাতি। দিল্লির ভরসা ছিলেন ঋষভ পন্থ ও স্টোইনিস। পন্থকে (৩২) আউট করে ফের ধাক্কা দেন রশিদ খান। স্টোইনিসকে এলবিডব্লিউ করেন নটরাজন। এর পরে দেওয়াললিখন স্পষ্ট হয়ে যায়। দিল্লি-ভক্তরা বুঝে যান এই ম্যাচ বের করা আর সম্ভব হবে না প্রিয় দলের পক্ষে। শেষ পর্যন্ত ২০ ওভারে দিল্লি করে সাত উইকেটে ১৪৭ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2020 DC SRH
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE