স্বপ্ন দেখতেন পুরো জীবনটাই ব্যাট-প্যাডে মোড়া হবে। প্রথম ভালবাসা ক্রিকেট। পরে সেখান থেকে চলে এলেন ড্রাম বাজানো, গান, আঁকা শেখায়। এবং সেই সূত্রে অভিনেতা ‘নেতাজি’ অভিষেক বসু। যদিও কলেজ পর্যন্ত ২২ গজ সঙ্গে ছিল।
এখন সেই ফাঁক ভরাট করে আইপিএল? উত্তরে উত্তেজনা, শুধু আইপিএল নয়, ‘‘কোনও খেলাই মিস করি না। তবে এই মুহূর্তের টাটকা অক্সিজেন এই খেলা।’’ সঙ্গে হতাশাও, প্রতি বছর তিনি মাঠে গেলেও মায়ের কোনও দিন এই শখ পূরণ হয়নি। ভেবেছিলেন, ২০২০-তে সেই শখ পূরণ করবেন। করোনা সে আশায় জল ঢেলেছে।
অভিষেকের দাবি, ক্রিকেটের প্রতি এই নেশা তাঁর একার নয়। প্রতি বছর আইপিএলের সময় ধারাবাহিকের ক্রেজ নাকি সাময়িক অস্তমিত! সমস্ত দর্শক বুঁদ ২০ ওভারের খেলায়। অন্ধ ভক্ত মহেন্দ্র সিংহ ধোনির। ওঁর জন্যেই আইপিএল খেলা দেখেন, সাফ জানালেন। অবশ্যই সমর্থন করেন কেকেআরকে। সঙ্গে দুঃখও, ‘‘কলকাতা নাইট রাইডার্স অথচ কলকাতার একজন ক্রিকেটার নেই! দলে কোনও বাঙালি মুখও দেখা যায় না। ভীষণ খারাপ লাগে।’’