১৩ বছরেও কোনও আইপিএল ট্রফি নেই। বারবার বদলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল। কিন্তু এত বছরেও সাফল্য ধরা দেয়নি। আইপিএল-এ এখনও পর্যন্ত যে তিন দল ট্রফি জেতেনি, তার মধ্যে একটি হল আরসিবি।
২০০৯ এবং ২০১৬-য় ফাইনালে উঠলেও শেষ ধাপ পেরোতে পারেনি তারা। গত দু’মরসুম প্লে-অফে উঠেও বিদায় নিয়েছে। এ বার গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স থাকতেও বিদায় নিতে হয়েছে। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করছেন, পরের বার আইপিএল-এর বড় নিলামের আগে অনেক বাছাই করে ক্রিকেটার নিতে হবে আরসিবি-কে।