Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

আইপিএলে রোহিতদের পর এবার স্টোকসরা ট্রায়ালে ডাকলেন ১৬ বছরের নাগা স্পিনারকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ৩১ জানুয়ারি ২০২১ ১৯:১৪
কেন্সের বোলিং নজর কেড়েছে সকলের।

কেন্সের বোলিং নজর কেড়েছে সকলের।
ছবি টুইটার

আইপিএলের নিলাম এখনও বাকি। তার আগে নাগাল্যান্ডের ১৬ বছরের স্পিনার ক্রিভিৎসো কেন্সেকে ট্রায়ালে ডেকেছিল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুণ বল করেছে কেন্সে। তারই পুরস্কার হিসেবে রোহিত শর্মার দলে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়েছিল কেন্সে। ট্রায়ালে ভাল পারফর্ম করতে পারলে তাকে দলে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, এবার রাজস্থান রয়্যালসও ট্রায়ালে ডেকেছে কেন্সেকে। সোমবারই কোহিমা থেকে বিমানে জয়পুর উড়ে যাওয়ার কথা।

নাগাল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাম্মানিক সচিব হুনিলো আনিলো খিং সমাজমাধ্যমের এক পোস্টে এই খবর জানিয়েছেন। একটি ভিডিয়োয় কেন্সের বোলিংয়ের কিছু মুহূর্তও তুলে ধরেছেন তিনি। নাগাল্যান্ডের হয়ে চার ম্যাচে সাত উইকেট নিয়েছে কেন্সে। ইকনমি রেট মাত্র ৫.৪৭।

নাগাল্যান্ডের এই কিশোর লেগ-স্পিনার ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০-২৪ জানুয়ারি ট্রায়াল দিয়েছিল সে। তার ফল এখনও জানা যায়নি। রাজস্থানের হয়ে দু’দিনের ট্রায়াল রয়েছে।

Advertisement

ডিমাপুরের গ্রাম সোভিমাতে জন্ম কেন্সের। ১৩ বছর বয়স থেকেই ক্রিকেট মাঠে যাতায়াত। মাত্র তিন বছরেই অভাবনীয় সাফল্যে খুশি পরিবার। ডিমাপুরের জেলায় স্কুল ক্রিকেট খেলে উঠে এসেছে কেন্সে। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে উত্তর প্রদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট রয়েছে তার।

আরও পড়ুন

Advertisement