Advertisement
১০ অক্টোবর ২০২৪
IPL 2021

পঞ্জাবের বিরুদ্ধে রিয়ান পরাগের অদ্ভুত বল নিয়ে চর্চায় নেটাগরিকরা

রিয়ান পরাগ কি পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিয়ম ভেঙে বল করলেন?

সোমবারের ম্যাচে ১ ওভারই বল করেন পরাগ।

সোমবারের ম্যাচে ১ ওভারই বল করেন পরাগ। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৯:১০
Share: Save:

কাঁধের নিচ থেকে বল করা যায় না ক্রিকেটে। রিয়ান পরাগ কি সেটাই করলেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে? সোমবার পরাগের বলের পর মাঠের আম্পায়ারকে দেখা যায় তাঁর সঙ্গে কথা বলতে। মনে করা হয়েছিল পরাগকে বোধ হয় সতর্ক করলে তিনি। তবে রিপ্লেতে দেখা যায় পরাগের বোলিংয়ে কোনও ভুল নেই।

ম্যাচ চলাকালীন হর্ষ ভোগলে বলেন, “কতটা বৈধ পরাগের এই বল? কাঁধের নিচ থেকে আর বল করা যায় না, সেটা বোধ হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ভাল জানে।” ক্রিকেটের নিয়ম মেনেই বল করেছেন অসমের এই ক্রিকেটার। তবে মাইকেল স্লেটার মনে করেন একটুর জন্য বেঁচে গিয়েছেন পরাগ। ক্রিস গেলের বিরুদ্ধে সেই বলে উইকেট না পেলেও দুটো বল পরেই ‘ইউনিভার্স বস’-এর উইকেট পান তিনি।

সোমবারের ম্যাচে ১ ওভারই বল করেন পরাগ। ৭ রান দিয়ে গেলের উইকেট পান তিনি। ব্যাট হাতে ১১ বলে ২৫ রান করেন পরাগ। ৩টি ছয় মারেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE