গর্বিত শুভমন গিল ফাইল চিত্র
আইপিএল-এর ফাইনালে হারলেও কলকাতা নাইট রাইডার্স পরের মরসুমে দারুণ ভাবে ফিরে আসবে বলে মনে করেন দলের ব্যাটার শুভমন গিল। প্রথম পর্বে মাত্র দু’টি ম্যাচ জিতে সমস্যায় পড়ে গিয়েছিল কেকেআর। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েই জ্বলে ওঠে অইন মর্গ্যানের দল। পাঁচটি ম্যাচ জিতে প্লে অফে পৌঁছে যায় কেকেআর। শুধু প্লে অফ নয়, ফাইনালেও পৌঁছে যায় তারা।
এই লড়াইয়ের কথাই টুইট করে সকলকে মনে করিয়ে দেন গিল। কেকেআর সতীর্থদের ছবি দিয়ে তিনি লেখেন, ‘আইপিএল-এ আমরা দারুণ খেলেছি। অনেক কিছু শিখেছি। মাথা নিচু করার কোনও কারণই নেই। দারুণ ভাবে ফিরব।’
A campaign like no other. We can hold our heads high. The learning was immense and @KKRiders will be back stronger 💜 pic.twitter.com/EdJJ20zAVe
— Shubman Gill (@ShubmanGill) October 16, 2021
শুধু দল নয়, দ্বিতীয় পর্বে ছন্দে ফিরেছেন গিল নিজেও। ১৭ ম্যাচে মোট ৪৭৮ রান করেছেন তিনি। এ মরসুমে তিনবার অর্ধশতরান করেছেন কেকেআর ওপেনার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy