শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১৮ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। কায়রন পোলার্ডের দাপটে সেই রান তাড়া করে জিতেছে মুম্বই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার রানের বন্যা বয়েছে। সেই সঙ্গে তৈরি হয়েছে অনেক নজিরও। এক নজরে দেখে নিন কী কী নজির হয়েছে:
২১৯ – ভারতের মাটিতে সবথেকে বেশি রান তাড়া করে জিতল কোনও আইপিএল দল। সব মিলিয়ে আইপিএল-এ রান তাড়া করে জেতার রেকর্ড ২২৬। গত মরসুমে শারজায় পঞ্জাবের বিরুদ্ধে এই রেকর্ড করেছিল রাজস্থান।
২১৯ – ৭ বার চেষ্টার পর অবশেষে ২০০ রান তাড়া করে জিতল মুম্বই।