Advertisement
১৯ এপ্রিল ২০২৪
IPL 2021

IPL 2021: টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট মাইলফলকে কোহলী, পৌঁছে গেলেন ১০ হাজার রানে

রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৪২ বলে ৫১ রান করার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন কোহলী। এখন তাঁর মোট রান ১০,০৩৮।

কোহলীর বিরাট কীর্তি।

কোহলীর বিরাট কীর্তি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:২৩
Share: Save:

আরও একটি মাইলফলকে পৌঁছে গেলেন বিরাট কোহলীটি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান হয়ে গেল তাঁর। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচে ৪২ বলে ৫১ রান করার পথে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। এখন তাঁর মোট রান ১০,০৩৮।

মোট ৩১৪টি ম্যাচে ২৯৯ ইনিংসে কোহলি ১০ হাজার রানে পৌঁছলেন কোহলী। গড় ৪১.৮১, স্ট্রাইক রেট ১৩৩.৮৮। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলীর শতরান রয়েছে ৫টি, অর্ধশতরান ৭৪টি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৯০টি ম্যাচে ভারত অধিনায়কের মোট রান ৩১৫৯। সেখানে গড় ৫২.৬৫, স্ট্রাইক রেট ১৩৯.০৪। শতরান করতে পারেননি। অর্ধশতরান ২৮টি।

আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলী ২০২টি ম্যাচে ৬১৮৫ রান করেছেন। গড় ৩৭.৯৪, স্ট্রাইক রেট ১৩০.৩২। শতরান করেছেন ৫টি, অর্ধশতরান ৪২টি। আইপিএল-এ মোট রানে আরসিবি অধিনায়কই শীর্ষে।

সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে মোট রানে কোহলী চার নম্বরে রয়েছেন। শীর্ষে রয়েছেন ক্রিস গেল। তাঁর মোট রান ১৪,২৭৫। এরপর রয়েছেন কায়রন পোলার্ড (১১,১৯৫), শোয়েব মালিক (১০,৮০৮)। গেল, পোলার্ড, মালিক, কোহলী ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান রয়েছে ডেভিড ওয়ার্নারের (১০,০১৯)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2021 Virat Kohli RCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE