Advertisement
১০ ডিসেম্বর ২০২২
IPL Auction 2021

আইপিএল নিলামের আগে শেষ মুহূর্তে নাম তুলে নিলেন ইংরেজ পেসার

দেশের হয়ে সিরিজ খেলার পর উড আর থাকতে চাইছেন না।

নাম তুললেন মার্ক উড

নাম তুললেন মার্ক উড ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৩
Share: Save:

আইপিএলের নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগেই আচমকা নাম তুলে নিলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। নিলামে নিজের দাম ২ কোটি টাকা রেখেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে নিলামে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

এই সিদ্ধান্তের পিছনে কী কারণ, উড সরকারি না জানালেও মনে করা হচ্ছে, পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন না বলেই নাম তুলেছেন। ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে তিনি ইতিমধ্যেই এ দেশে এসেছেন। আইপিএলে কোনও দল তাঁকে কিনে নিলে আরও দু’মাস এ দেশেই থাকতে হবে তাঁকে। ফলে পরিবারকে সময় দিতে পারবেন না।

দেশের হয়ে সিরিজ খেলার পর উড আর থাকতে চাইছেন না। সে কারণেই আইপিএলেও খেলতে চান না। অনেকেই এর পিছনে ইংল্যান্ডের দল পরিবর্তনের নীতিকে দায়ী করেছেন। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে ভাল খেলেও মইন আলিকে দেশে ফেরানো হচ্ছে।

ইংল্যান্ডের হয়ে ১৮টি টেস্ট, ৫৩টি একদিনের ম্যাচ এবং ১১টি টি-টোয়েন্টি খেলেছেন উড। আইপিএলে এর আগে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। উড না থাকায় ২৯১ জন ক্রিকেটারকে নিয়েই হবে নিলাম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.