Advertisement
E-Paper

অর্ধেক হচ্ছে আইপিএলের পুরস্কার মূল্য, এ বার থেকে জয়ী দল পাবে...

খরচ কমানোর জন্যই আর্থিক পুরস্কার অর্ধেক করা হচ্ছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৩:৩৭
খরচ কমানোর জন্য আইপিএল নিয়ে বোর্ডের নতুন সিদ্ধান্ত। —ফাইল চিত্র।

খরচ কমানোর জন্য আইপিএল নিয়ে বোর্ডের নতুন সিদ্ধান্ত। —ফাইল চিত্র।

এগিয়ে আসেছে এ বারের আইপিএল। তার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সব ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে, এ বারের পুরস্কার মূল্য কমানো হচ্ছে।

খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গত বারের পুরস্কার মূল্যের থেকে এ বারের পুরস্কার মূল্য কমে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ কোটির পরিবর্তে আইপিএল-এর চ্যাম্পিয়ন দল এ বার পাবে ১০ কোটি টাকা। সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ড জানিয়েছে, “খরচ কমানোর জন্য পুরস্কার মূল্য নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এ বার চ্যাম্পিয়ন দল ২০ কোটির পরিবর্তে পাবে ১০ কোটি। রানার্স টিম সাড়ে ১২ কোটির বদলে পাবে সওয়া ছয় কোটি টাকা।”

আরও পড়ুন:যেন প্রতিবিম্ব! কিউয়িদের দেশে টেস্ট সিরিজ হারে সৌরভ ও বিরাটের ভারতের মিলগুলো চমকে দেবে

শেষ চারে যাওয়া বাকি দু’টি দল পাবে চার কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা করে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘‘ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। উপার্জন করার বিভিন্ন উপায় রয়েছে ওদের। সব দিক ভাবনা চিন্তা করেই পুরস্কার মূল্য কমানোর কথা ভাবা হয়েছে।’’

আরও পড়ুন: ইডেনে ফিরল হারানো সুর, ১৩ বছর পরে রঞ্জি ফাইনালে বাংলা

IPL 2020 Prize Money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy