Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পাঠান-নারিনের দাপটে আইপিএলের প্লেঅফে কেকেআর

অঙ্কের ফাঁড়া কাটিয়ে আইপিএলের প্লে অফে উঠল কেকেআর। প্লে অফে যাওয়ার প্রাথমিক শর্ত হিসেবে ইডেন ম্যাচে জিততেই হত। আর রবিবার তা-ই করে দেখাল গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি। সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারালেন তারা।

উল্লসিত কেকেআর ক্রিকেটাররা। ছবি: পিটিআই।

উল্লসিত কেকেআর ক্রিকেটাররা। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মে ২০১৬ ১৬:০৫
Share: Save:

অঙ্কের ফাঁড়া কাটিয়ে আইপিএলের প্লে অফে উঠল কেকেআর। প্লে অফে যাওয়ার প্রাথমিক শর্ত হিসেবে ইডেন ম্যাচে জিততেই হত। আর রবিবার তা-ই করে দেখাল গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি। সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারালেন তারা।

সকাল থেকেই অবশ্য ছিল আবেগ ছাপিয়ে অঙ্কের খেলা। কেননা, সানরাইজার্সের বিরুদ্ধে লড়াইয়ে জিতলেও নিশ্চিন্তে থাকবেন না কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। সামান্য হলেও অঙ্কের হিসাবে তাঁকে অপেক্ষা করতেই হবে রাতে বেঙ্গালুরু ম্যাচের দিকে। রবিবারসীয় ইডেন ডু-অর-ডাই ম্যাচে বড় ফ্যাক্টর ছিল টস জেতা। তবে স্বয়ং গম্ভীর কিন্তু এ দিন ম্যাচের আগে দৃ়ঢ়তার সঙ্গে জানিয়েছেন, টসে জিতলেই যদি ম্যাচের ফয়সালা হয়ে যায়, তবে মাঠে নামার কি প্রয়োজন? মাঠের বাইরে টস করে নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে নিলেই হত।

এ দিনের ম্যাচে আরও বড় ফ্যাক্টর অবশ্যই প্রথম একাদশে আন্দ্রে রাসেলকে না পাওয়া। চোটের জন্য এখনও নিজের ফিটনেস হাতড়াচ্ছেন রাসেল। তবে কেকেআর ফ্যানেদের জন্য সুখবর, মর্নি মর্কেলের জায়গায় দলে আসেন কিউকি স্ম্যাশার কলিন মানরো। পীযুষ চাওলাকে বসিয়ে কুলদীপ যাদবও এ দিন মাঠে নামেন। শেষমেশ সেই স্পিনারদের দাপটেই ম্যাচ পকেটস্থ করলেন গম্ভীর।

আরও পড়ুন

মুস্তাফিজুরের লড়াই সত্ত্বেও জিতল সাকিবেরই দল

ইডেনে শেষ হাসি গম্ভীরের। ২২ রানে জয়ী কেকেআর।

২০তম ওভার

শেষ বলে ১ রান।

১ রান।

১ রান।

১ রান।

১ রান।

ক্রিজে এলেন স্রান।

সতীশের হাতে ক্যাচ তুলে ফিরলেন ভুবনেশ্বর কুমার।

রাজপুতের প্রথম বলেই উইকেট।

৬ বলে চাই ২৮ রান।

১৯তম ওভার

চার মারলেন ভুবনেশ্বর কুমার।

৮ বলে চাই ৩৩ রান।

পরের বলে ২ রান।

হোল্ডারের বলে কোনও রান পেলেন না কর্ণ।

১৩৬-৭। ১২ বলে চাই ৩৬ রান।

১৮তম ওভার

ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নারিনের।

আউট! হেনরিকেকে ফেরালেন নারিন।

পরের বলে ১ রান।

চার! নারিনকে চার মারলেন হেনরিকে।

টানা দু’টি সিঙ্গলস হায়দরাবাদের।

নারিনের হাতে বল।

শেষ ১৮ বলে চাই ৪৪ রান।

স্কোর: ১২৮-৬।

১৭তম ওভার

এ ওভারে ৮ রান এল হায়দরাবাদের।

সাকিবের টানা দু’টি ওয়াইড।

২৪ বলে চাই ৫০ রান।

স্কোর: ১২০-৬।

১৬তম ওভার

শেষ বলে ওয়াইড।

ক্রিজে এলেন কর্ণ শর্মা।

আউট! উইলিয়ামসনকে তুলে নিলেন কুলদীপ।

ব্যাট করতে এলেন মোজেস হেনরিকে।

উইলিয়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরলেন হুডা।

কুলদীপের প্রথম বল।

আউট!

১৫তম ওভার

৩০ বলে চাই ৫৮ রান।

স্কোর ১১৪-৪।

এ ওভারে মাত্র ৫ রান দিলেন সাকিব।

ক্রিজে দীপক হুডা।

আউট! পরিবর্ত ফিল্ডারের হাতে ক্যাচ তুলে ফিরছেন যুবি (১৯)।

সাকিবের হাতে বল।

১৪তম ওভার

ওভারে ১৩ রান নিয়ে দলকে ১০৯ রানে পৌঁছে দিলেন যুবরাজরা।

• ফের ছয় যুবির।

ক্রিজ থেকে বেরিয়ে লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা যুবরাজের।

ওভারের পঞ্চম বলে যুবরাজের ছয়।

কুলদীপের বলে ১ রান উইলিয়ামসনের।

১৩তম ওভার

স্কোর: ৯৬-৩।

মাত্র ৪ রান দিলেন নারিন।

ক্রিজে এলেন কেন উইলিয়ামসন।

৪৪ বলে জয়ের জন্য চাই ৭৯ রান।

স্কোর: ৯৩-৩।

আউট! প্রথম বলেই ওঝাকে ফেরালেন নারিন।

১২তম ওভার

স্কোর: ৯২-২।

প্রথম বলে কোনও রান না পেলেও পরের বলেই চার যুবরাজের।

ক্রিজে এলেন যুবরাজ সিংহ।

আউট! মানরোকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন যাদব (৫১)

কুলদীপ যাদবের বলে ১ রান ওঝার।

১১তম ওভার

স্কোর: ৮৫-১।

চতুর্থ বলেই ফের চার ধবনের।

প্রথম বলেই চার ধবনের।

সাকিবের হাতে বল তুলে দিলেন গম্ভীর।

দশম ওভার

স্কোর: ৭৩-১।

এ ওভারে মাত্র ৩ রান দিলেন যাদব।

বোলিংয়ে কুলদীপ যাদব।

• টাইম-আউট।

নবম ওভার

স্কোর: ৭০-১।

পরের বল ওয়াইড।

চতুর্থ বলে ব্যাকওয়ার্ড স্কোরারে ছয় মারলেন ধবন।

হোল্ডারের প্রথম বলে কোনও রান পেলেন না ওঝা।

অষ্টম ওভার

শেষ বলে ধবনের চার।

ধবনকে বল করছেন মানরো।

সপ্তম ওভার

স্কোর: ৫১-১।

পাঁচ বলে মাত্র ৩ রান হায়দরাবাদের।

বল করতে এলেন হোল্ডার।

ষষ্ঠ ওভার

স্কোর: ৪৮-১।

নারিনের প্রথম বলেই ছয় মারলেন ধবন।

পঞ্চম ওভার

এ বার চার ওঝার।

১ রান ধবনের।

রাজপুতের বলে চার মারলেন ধবন।

চতুর্থ ওভার

স্কোর ২৯-১।

ক্রিজে এলেন নমন ওঝা।

নারিনের বলে আউট ওয়ার্নার।

তৃতীয় ওভার

স্কোর: ২২-০।

ছয় দিয়ে প্রথম ওভার শেষ করলেন ধবন।

প্রথম বলেই চার ওয়ার্নারের।

সাকিব অল-হাসানের হাতে বল।

দ্বিতীয় ওভার

মাত্র ৭ রান এল এই ওভারে।

অঙ্কিত রাজপুতের হাতে বল।

প্রথম ওভার

চার রান দিলেন পাঠান।

পাঠানের হাতে বল।

ইনিংস শুরু সানরাইজার্সের।

২০তম ওভার

জয়ের জন্য সানরাইজার্সের প্রয়োজন ১৭২ রান।

কুড়ি ওভারে ১৭১ রান কেকেআরের।

শেষ বলে ২ রান এল কেকেআরের ঘরে।

ডট বল।

চার মারলেন যাদব।

ব্যাট করতে এলেন সূর্যকুমার যাদব।

আউট! প্রথম বলেই সাকিবকে ফেরালেন ভুবনেশ্বর।

১৯তম ওভার

১৯ ওভারের শেষে রান ১৬৪-৫।

ডট বল। এ ওভারে মাত্র ৩ রান দিলেন মুস্তাফিজুর।

সিঙ্গলস নিলেন পাঠান।

১ রান নিলেন সাকিব।

পর পর দুই বলে রান পেলেন না সাকিব।

মুস্তাফিজুরের হাতে বল।

১৮তম ওভার

স্কোর: ১৬১-৫। স্ট্রাইক রেট: ৮.৯৪।

এখনও পর্যন্ত ৩টে চার ও ২টো ছয় এসেছে তাঁর ব্যাট থেকে।

হাফ সেঞ্চুরি করলেন পাঠান।

হাফ সেঞ্চুরির দোরগোড়ায় পাঠান।

পাঠানকে বল করছেন স্রান।

১৭তম ওভার

স্কোর: ১৫৫-৫।

ব্যাট করতে এলেন সাকিব।

মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে হোল্ডার।

ফুলটস বলে শর্ট একস্ট্রা কভারে ক্যাচ দিলেন হোল্ডার।

চতুর্থ বলে আউট!

পরের বলে ১ রান পাঠানের।

মুস্তাফিজুরের বলে চার পাঠানের।

১৬তম ওভার

স্কোর ১৪৬-৪।

ব্যাট করতে মাঠে এলেন জেসন হোল্ডার।

৪৮ রানে ফিরলেন মণীশ।

আউট! মণীশকে তুলে নিলেন ভুবি।

টানা তিনটি সিঙ্গলস নিলেন পাঠান ও মণীশ।

বল হাতে ভুবনেশ্বর কুমার।

মণীশ ৪৭।

পাঠান ৩৯।

১৫তম ওভার

স্কোর: ১৪১-৩।

ছয়! অফ সাইডের বাইরের ফুল লেংথ বলকে লং অনের উপর দিয়ে ছয় মারলেন মণীশ।

পরের তিন বলে ৩ রান কেকেআরের।

পরের বল ওয়াইড।

অফ সাইডের বাইরে ফুল লেংথে বল। থার্ড ম্যানের দিকে ঠেলে ১ রান মণীশের।

মুস্তাফিজুরের বদলে এ বার স্রানের হাতে বল।

১৪তম ওভার

স্কোর ১৩০-৩।

এ ওভারে ১৯ রান এল কেকেআরে ঘরে।

পরের বলে ২ রান পাঠানের।

লং অফের উপর দিয়ে ছয় মারলেন পাঠান।

ফের ছয়।

পাঠানের ব্যাটে এ ছয়ের মার।

প্রথম বলেই মণীশের চার।

নিজের সেকেন্ড স্পেলে এ বার কর্ণ শর্মা।

১৩তম ওভার

স্কোর: ১১১-৩।

শেষ বলে ওয়াইড মুস্তাফিজের।

এ বার চার এল পাঠানের ব্যাট দিয়ে।

১ রান নিলেন মণীশ।

মুস্তাফিজুরের বলে চার মণীশের।

৮.০৮ রান রেটে স্কোর ১০১-৩।

১২তম ওভার

এ ওভারে ৬ রান দিলেন হেনরিকে।

হেরনিকের বলে সিঙ্গলস নিলেন পাঠান।

উইকেট হারালেনও মণীশ (২৭ রান) ও পাঠানের (১৩ রান) যুগলবন্দিতে বড় রানের দিকে কেকেআর।

১১তম ওভার

স্কোর: ৯১-৩।

এ ওভারে এল মাত্র ৬ রান।

বল হাতে এ বার মুস্তাফিজুর রহমান।

দশম ওভার

স্কোর: ৮৫-৩।

আট রান এল দশম ওভারে।

হেনরিকের বলে ২ রান পাঠানের।

নবম ওভার

নয় ওভারের শেষে কেকেআর ৭৭-৩।

পর পর ছয় নিয়ে সিঙ্গলস মণীশের।

ফের ছয়।

কর্ণ শর্মার প্রথম বলেই ছয় মণীশের।

অষ্টম ওভার

স্কোর: ৬৩-৩।

এসেই চার পাঠানের।

পাঁচ নম্বরে নামলেন ইউসুফ পাঠান।

স্কোর: ৫৭-৩।

পরের বলেই আউট গম্ভীর (১৬)।

হুডার বলে দু’রান গম্ভীরের।

সপ্তম ওভার

স্কোর: ৫৪-২।

সিঙ্গলসের উপরেই ওভার শেষ করলেন গম্ভীর-মণীশ।

প্রথম বলেই ওয়াইড।

ব্যাট করতে এলেন মণীশ পাণ্ডে।

কর্ণ শর্মার হাতে বল।

ষষ্ঠ ওভার

স্কোর: ৪৮-২।

আউট! পরের বলেই মানরোকে প্যাভিলিয়নে পাঠালেন হুডা।

হুডার বল বাউন্ডারিতে পাঠালেন মানরো।

পর পর ৩ রান কেকেআরের।

দীপক হুডার হাতে বল তুলে দিলেন ওয়ার্নার।

পঞ্চম ওভার

স্কোর: ৪১-১।

শেষ বলে ১ রান মানরোর।

চার নম্বর বল বাউন্ডারিতে পাঠালেন মানরো।

বলে হাতে এ বার কেন উইলিয়ামসন।

চতুর্থ ওভার

কেকেআর: ৩৪-১।

মানরো তিন নম্বরে।

আউট! স্রানের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন উত্থাপ্পা (২৫)।

স্রানের বলে চার গম্ভীরের।

তৃতীয় ওভার

• কেকেআর ২৮-০।

ছ’টি সিঙ্গলস নিলেন গম্ভীর-উত্থাপ্পা।

ফের ভুবনেশ্বরের হাতে বল।

দ্বিতীয় ওভার

স্কোর: ২২-০।

এ ওভারে ৯ রান এল কেকেআরের।

পর পর ২ রান করে নিয়ে স্কোরবোর্ড সচল রাখছেন উত্থাপ্পা।

বারিন্দার স্রানের বলে উত্থাপ্পার ফের চার।

প্রথম ওভার

প্রথম ওভারে ১৩ রান দিলেন ভুবনেশ্বর।

ফের পঞ্চম চার উত্থাপ্পার।

পরের বলেও চার।

দ্বিতীয় বলেই চার মারলেন উত্থাপ্পা।

রবিন উত্থাপ্পা ও গৌতম গম্ভীর ওপেনিং করছেন।

বল হাত ভুবনেশ্বর কুমার।

টস

সানরাইজার্স হায়দরাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KKR IPL 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE