Advertisement
১৯ এপ্রিল ২০২৪
রায়না

চেন্নাইয়ের হলুদ জার্সিতে আর হয়তো দেখা যাবে না রায়নাকে

করোনাভাইরাসের ভয়ে গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে আইপিএল শুরু হওয়ার আগেই দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না।

চেন্নাইয়ের জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন রায়না। ফাইল ছবি

চেন্নাইয়ের জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন রায়না। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৯:২৭
Share: Save:

করোনাভাইরাসের ভয়ে গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে আইপিএল শুরু হওয়ার আগেই দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না। সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামনের মরশুমে সব ঠিক থাকলে ফের হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে।

তবে রায়নার সেই ইচ্ছা পূরণ না-ও হতে পারে। জানা গিয়েছে, দলের অন্যতম সেরা পারফর্মারকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। বাকি দলগুলির মতো তারাও চাইছে কিছু নামী-দামি ক্রিকেটারকে ছেড়ে তরুণদের নিতে।

আইপিএলের ইতিহাস গত মরশুম সবথেকে বাজে গিয়েছে চেন্নাইয়ের। মহেন্দ্র সিংহ ধোনির পাশাপাশি রায়নাও দলের সঙ্গে এতদিনে একাত্ম হয়ে গিয়েছেন। কিন্তু সেই বন্ধন হয়তো ভাঙতে চলেছে। গত মরশুমে খেললে হয়তো রায়নাকে রাখা হতে পারত। কিন্তু দলকে বিপদে ফেলে দেশে ফিরে আসার সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্ট খুশি নয়।

চেন্নাইয়ে সবথেকে বেশি টাকা পান ধোনি (১৫ কোটি)। তারপরই রায়না (১১ কোটি)। তাঁকে ছেড়ে দিলে ১১ কোটি টাকা ঢুকবে চেন্নাইয়ের পকেটে। এমনিতেই দলে বয়স্ক ক্রিকেটারের সংখ্যা বেশি। দল তাই চাইছে ওই টাকায় তরুণ ক্রিকেটারদের কিনতে।

আরও খবর: ওয়াশিংটন, শার্দুলের জন্যই ব্রিসবেন টেস্ট নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

আরও খবর: সৌরভদের সেই ফিজিয়ো হনুমাদের চোটের জন্য লকডাউনকেই দায়ি করছেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suresh raina IPL CSK Chennai Super kings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE