নিজেদের শেষ লিগ ম্যাচ জিতে গত বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ চলে গেল প্লে-অফে। শনিবারের যে জয়ের পিছনে উঠে আসছে সানরাইজার্সের তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ। দুই তরুণ— বলে মহম্মদ সিরাজ এবং ব্যাটে বিজয় শঙ্কর। এঁদের সঙ্গে রয়েছে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সংযমী ইনিংস। এই তিনের যোগফলে গুজরাত লায়ন্সকে আট উইকেটে হারিয়ে প্লে অফে গেল সানরাইজার্স।
প্রথমে ব্যাট করে দশ ওভারের মধ্যে একশো তুলে দেয় গুজরাত। তখন মনে হচ্ছিল, সানরাইজার্সের সামনে চ্যালেঞ্জটা কঠিন হবে। কিন্তু সিরাজ (৪-৩২) এবং রশিদ খান (৩-৩৪) গুজরাতকে আটকে রাখেন ১৫৪ রানে। ম্যাচের পরে ওয়ার্নার বলছিলেন, ‘‘আমরা প্লে-অফে উঠতে না পারলে সেটা একটা লজ্জার ব্যাপার হতো। একটা সময় ওরা যখন দ্রুত রান তুলছিল, চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু পর পর উইকেট তুলে আমরা ম্যাচে ফিরে আসি।’’
নিজেদের বোলারদের কৃতিত্ব দিয়ে ওয়ার্নার বলছেন, ‘‘আমাদের বোলাররা দারুণ বল করেছে। সিরাজ দুর্দান্ত ছিল। এ বারের আইপিএলে বোঝা গিয়েছে ভারতীয় বোলিংয়ের রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী।’’ গুজরাতের ১৫৪ তাড়া করতে গিয়ে একটা সময় শুরুতেই শিখর ধবন এবং মোয়েস এনরিকের উইকেট হারায় সানরাইজার্স। সেখান থেকে ওয়ার্নারের (৫২ বলে অপরাজিত ৬৯) এবং বিজয়ের (৪৪ বলে অপরাজিত ৬৩) জুটি দলকে জিতিয়ে দেয়।