Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

নববর্ষে মুখ ফেরাল কলকাতা, অর্ধেক দামে ‘ব্ল্যাক’ হল টিকিট

নববর্ষের ইডেন থেকে মুখ ফেরাল বাংলা। কলকাতার ব্ল্যাকাররা ভেবেছিল এই সুযোগ। আইপিএল-এর বাজারে এ বার প্রচুর টাকার টিকিট ব্ল্যাক করে জমে যাবে নতুন বছর। কিন্তু সেই স্বপ্নে যে এ ভাবে জল ঢেলে দেবে বাংলার মানুষ তা কি আর জানত তারা।

ইডেনের বাইরে টিকিট ব্ল্যাক হচ্ছে। -নিজস্ব চিত্র।

ইডেনের বাইরে টিকিট ব্ল্যাক হচ্ছে। -নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ১৭:১৩
Share: Save:

নববর্ষের ইডেন থেকে মুখ ফেরাল বাংলা। কলকাতার ব্ল্যাকাররা ভেবেছিল এই সুযোগ। আইপিএল-এর বাজারে এ বার প্রচুর টাকার টিকিট ব্ল্যাক করে জমে যাবে নতুন বছর। কিন্তু সেই স্বপ্নে যে এ ভাবে জল ঢেলে দেবে বাংলার মানুষ তা কি আর জানত তারা। বাংলার ক্রিকেটপ্রেমী মানুষ নববর্ষের বিকেলে মুখ ফিরিয়েই থাকল ক্রিকেটের মক্কা থেকে। ফাঁকা পড়ে থাকল ইডেনের গ্যালারি। তাই খেলা শুরু হয়ে যাওয়ার পরও বটতলা থেকে প্রেস ক্লাবের সামনের রাস্তা এমনকী ইডেনের আনাচ, কানাচে হতাশ মুখে ঘুরতে দেখা গেল টিকিট কালোবাজারির মুখগুলোকে।

আরও খবর: ৩৪ ম্যাচ অপেক্ষার পর এর থেকে ভাল শুরু আর কিছু হতে পারে না: টাই

তবুও টিকিট ব্ল্যাক হল, কিন্তু দামের থেকে কয়েকশো টাকা কমে। এমনটাও হয় নাকি ভারতীয় ক্রিকেটে? সে টেস্ট ক্রিকেট হোক বা ওয়ান ডে, আইপিএল হলে তো কথাই নেই। দ্বিগুন, তিনগুন দামে এতদিন বিক্রি হয়ে এসেছে টিকিট। এ বার সব হিসেব ভেঙে কলকাতার বাঙালি ক্রিকেটকে কেন গ্রহন করল না সেটা অনেক বিচার, বিশ্লেষণের বিষয় হতে পারে। কিন্তু ৫০০ টাকার টিকিটের দাম কমে হয়ে গেলে ২৫০-৩০০, হাজারের টিকিট ৭০০-৮০০। তাও পাওয়া গেল না ক্রিকেটপ্রেমী বাঙালিকে।

শুরুটা ভাল না করলেও ঘরের মাঠেই দারুণভাবে জিতে ঘুরে দাঁড়িয়েছিল গৌতম গম্ভীর অ্যান্ড ব্রিগেড। পঞ্জাবকে রীতিমতো একাধিপত্ত নিয়েই হারিয়েছিল। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে হয়তো উল্টো দৃশ্য দেখতে পাওয়ার কথা ছিল। কিন্তু তেমনটা হল না। ফাঁকা গ্যালারি আর ব্ল্যাকারদের দাম কমিয়ে টিকিট বিক্রির চেষ্টাই ধরা দিল ইডেনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE