দেশের হয়ে খেলতে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন দিল্লি ডেয়ার ডেভিলসের ওপেনার স্যাম বিলিংস ও পঞ্জাবের ইওন মর্গ্যান। কিন্তু দু’দলের জন্যি সুখবর ফিরছেন তাঁরা। ৭ মে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে খেলেই আবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন এই দুই ইংল্যান্ড ক্রিকেটার।
আরও খবর: উনাদকরের হ্যাটট্রিকে জয় পুণে সুপার জায়ান্টের
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এই দুই ক্রিকেটার স্পেনের চ্যাম্পিয়ন্স ট্রফি শিবিরে যোগ দেওয়ার আগে তাঁদের ফ্র্যাঞ্চাইজির হয়ে লিগ পর্বের আরও তিনটি করে ম্যাচ খেলতে পারবেন। এখনও পর্যন্ত এই দুই ব্রিটিশ তারকার যে আইপিএল-এ খুব ভাল পারফর্মেন্স তেমনটা বলা যাবে না। পঞ্জাবের হয়ে ছ’ম্যাচে ১৩৮ রান করেছেন বিলিংস। তার মধ্যে রয়েছে একটি মাত্র ৫০। অন্যদিকে ইওন মর্গ্যান মাত্র তিনটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। যেখানে তাঁর রান ২২, ১৩ ও ২৬। গুজরাত লায়ন্সের জেসন রয় অবশ্য এই মরসুমে আর ফিরবেন না বলেই জানিয়ে দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy